ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করুন, অন্তর্বর্তী সরকারকে সাইফুল হক

নির্বাচন নিয়ে অস্পষ্টতা দূর করুন, অন্তর্বর্তী সরকারকে সাইফুল হক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ২০:৪৮

অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আশা ব্যক্ত করে তিনি বলেন,
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দ্বিপাক্ষিক বৈঠকের পর আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সম্পর্কে সব বিভ্রান্তির অবসান ঘটবে। নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবে।

শনিবার রাজধানীর নিউ ইস্কাটনে নিজ বাসভবনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দিনব্যাপী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু  আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।

সাইফুল হক বলেন, নির্বাচনকে এক ধরনের রাজনৈতিক ব্যবসা ও অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে অলাভজনক করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোলনলচে পাল্টাতে হবে। 

তিনি বলেন, যেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়েছে, তাদের উচিত সেসব ইস্যু থেকে বেরিয়ে আসা। বিদ্যমান সংকট উত্তরণে সরকারকে দলনিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির তত্ত্বাবধানে দেওয়ার মত জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তায় ঝুঁকি সৃষ্টিকারী সব তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক।
 
সভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন

×