এনসিপি সংসদে গিয়ে সরকার গঠন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুন ২০২৫ | ২৩:৫০
জাতীয় নাগরিক পার্টি– এনসিপি সংসদে যাবে এবং সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘প্রতিবন্ধকতা এলেও আমরা থেমে নেই। বড় বড় দলের সামনে দাঁড়িয়ে গেছি। একটি দল গেছে, আরেকটি আমাদের ধরার জন্য অপেক্ষায় আছে। এ দেশে বুলেটের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। আগামীতে ব্যালটে বিপ্লব হবে। এ বিপ্লবে তরুণ প্রজন্মকে কোনো শক্তি প্রতিহত করতে পারবে না।’
শনিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক এমএসএমই দিবস উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন নাসীরুদ্দীন। ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্প্রতি একটি টিভি চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন নাসীরুদ্দীন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আমার বক্তব্যে যারা দুঃখ পেয়েছেন, আমি তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।’ এ সময় স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে গণমাধ্যমে থাকা স্বৈরাচারের দোসরদের নির্বাচনের আগে বিচার করার দাবি জানান নাসীরুদ্দীন।
তিনি বলেন, আগামী সংসদে এনসিপি সরকার গঠন করতে পারলে অর্থনৈতিক খাতের লুণ্ঠনকারীদের বিচার করা হবে। সরকার আরাম কেদারায় বসে বড় বড় কথা বলে কাজ করলে হবে না। বিচারিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদের বিচার করতে হবে।
অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, অল্পকিছু মানুষ এ দেশের ৯০ শতাংশ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা একটা সাম্রাজ্য গড়ে তুলেছে। অর্থ দিয়ে ব্যবসায়ীরা রাজনৈতিক দলের সঙ্গে হাত মিলিয়েছে। মিডিয়া মাফিয়া, ব্যাংক মাফিয়ারা ক্ষুদ্র ব্যবসায়ীদের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, ইম্পেরিয়াল গ্রুপের এমডি মাহবুবুর রহমান, লাইট অব হোপ এবং টোগোমোগোর প্রতিষ্ঠাতা ওয়ালীউল্লাহ ভূঁইয়া, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম শিখোর সিইও শাহীর চৌধুরী, শেয়ার ট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, অ্যাডভোকেট হুমায়রা নূর প্রমুখ।
এসএমই খাতের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ ফ্রেমওয়ার্ক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি-দাওয়া তুলে ধরেন অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক ও এনসিপির এসএমই উইংয়ের সমন্বয়ক আশিকিন আলম।
- বিষয় :
- এনসিপি
- নাসীরুদ্দীন পাটওয়ারী
- নির্বাচন