ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচন

বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গাড়িতে হামলা

বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদের গাড়িতে হামলা

হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ি। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০ | ০৮:৫১

ঢাকা-৫ আসনের (রাজধানীর ডেমরা) উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনী গণসংযোগ শেষে বুধবার দুপুর ২টার দিকে যাত্রাবাড়ীতে নির্বাচনী প্রচারণা অফিসে ফেরার পথে এ হামলা হয়। খবর ইউএনবির।

সালাহউদ্দিন আহমেদ দাবি করেন, গণসংযোগ শেষে দুপুরে যাত্রাবাড়ীতে ফেরার পথে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ২০ নেতা-কর্মী রড ও লাঠি নিয়ে বিনা উস্কানিতে তার গাড়িতে হামলা চালায়। এ সময় তিনি অক্ষত অবস্থায় চলে আসতে পারলেও হামলায় তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হামলাকারীদের আওয়ামী লীগের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থক উল্লেখ করে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির এ প্রার্থী। একই সঙ্গে নির্বাচনী এলাকায় তার সুরক্ষা ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ।

গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর এ আসনের উপ-নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×