ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই: ড. মোশাররফ

ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই: ড. মোশাররফ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২০ | ০৯:৫১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের বিকল্প নেই। জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। কারণ সরকার স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে সোমবার জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ আয়োজিত ভার্চুয়াল সভায় তিনি এ কথা বলেন।

ড. মোশাররফ বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছেন। দেশের জাতীয় নীতিগুলো সময়োপযোগী ও বাস্তবায়ন করেছেন। বর্তমান বাংলাদেশ বিনির্মাণের পেছনে ছিলেন তিনি। জিয়ার আদর্শ দেশের মানুষের হৃদয়ে প্রোথিত। ফলে শত জুলুম-নিপীড়নেও বিএনপিকে দমানো যাবে না।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে এ ভার্চুয়াল সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ অসীম, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, অধ্যাপক ড. আবদুল করিম, জেডআরএফের ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন দেশে অবস্থানরত জেডআরএফের নেতারা।

আরও পড়ুন

×