ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্থানীয় সরকার নির্বাচনে ভোটের পরিবেশ নেই: বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনে ভোটের পরিবেশ নেই: বিএনপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০ | ০৯:০৯

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রতিবন্ধকতার কারণে ভোটের পরিবেশ নেই বলে অভিযোগ করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আগামী ১০ ডিসেম্বর দেশের ১০টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এমরান সালেহ প্রিন্স বলেন, 'স্থানীয় সরকারের নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের নিয়মিত হুমকি-ধমকি, ভয়-ভীতি প্রদর্শন, বাড়ি বাড়ি পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। বিএনপির প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প রাতের অন্ধকারে আওয়ামী লীগের কর্মীরা ভেঙে ফেলছে। বিভিন্ন জায়গায় এজেন্টদেরও হুমকি দেওয়া হচ্ছে।'

তিনি অভিযোগ করে বলেন, 'এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে সংশ্নিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।' প্রিন্স বলেন, 'বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানাচ্ছি। জনগণের মধ্যে বিরাজমান ভোট আতঙ্ক নয়, ভোট উৎসব সৃষ্টি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।'

কুষ্টিয়া ও মাগুরায় বিএনপির কার্যালয় ভাঙচুর, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মাগুরার যুগ্ম আহ্বায়ক আখতার হোসেনের বাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

চিনিকল বন্ধের প্রতিবাদে শ্রমিক দলের উদ্যোগে আগামী বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন এমরান সালেহ প্রিন্স। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, এবিএম মোশাররফ হোসেন, মীর সরাফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×