সামনে আরও কঠিন সময় আসছে, বিএনপিকে ডা. জাফরুল্লাহ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ১০:৩৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২০ | ১০:৫২
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে সতর্ক করে বলেছেন, সামনে আরও কঠিন সময় আসছে। তা মোকাবিলার জন্য বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ভয় পাবেন না, আপনাদের পক্ষে অনেক মানুষ আছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে 'স্বাধীনতা আজ বিপর্যয়ে, নৈতিকতা অবক্ষয়ে মানবতা বিপন্ন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিজয় দিবসের অঙ্গীকার হবে গণতন্ত্র ফেরানো। গণতন্ত্র ছাড়া কোনো কথা নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ঢাকায় বসে থাকলে হবে না, ১৮ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে যেতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের মানে হলো সরকারের জবাবদিহি। সবকিছুর জন্য সরকারকে জবাব দিতে হবে, আমাকে দিতে হবে প্রশ্ন করার অধিকার। সভা-সমাবেশ করার অধিকার দিতে হবে।
বড় দল হলেও বিএনপির কোথাও কোনো আন্দোলন নেই উল্লেখ করে তিনি বলেন, বিজয় দিবসে সরকার যে ধরনের কথাবার্তা বলছে, তাতে বিএনপির বলা উচিত ছিল। বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছে, আওয়ামী লীগে তত নেই।
ভাস্কর্য থেকেও ভোট ডাকাতিকে বড় অন্যায় দাবি করে তিনি বলেন, ভোট ডাকাতি কীভাবে বন্ধ করা যায়, সেটা দেখতে হবে। জনগণ ভোট দিতে যাচ্ছে না। এর প্রতিকার কীভাবে করা যাবে, সেটা ভাবতে হবে। ভোট দিচ্ছে পুলিশ আর আমলারা। এই ভোট ডাকাতি বন্ধ করতে আমাদের সবার সম্মিলিত চেষ্টার দরকার।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার পরিবর্তনে দেশের জনগণ প্রতিবাদমুখর হয়ে উঠছে। তারা এ সরকারকে চায় না। এখন সবাইকে বলতে হবে, ভোট দেওয়া নিশ্চিত করতে হবে, না হলে মানব না। নির্বাচনের কোনো বিকল্প মানি না।
মান্না বলেন, মহান মুক্তিযুদ্ধে অর্জিত বিজয় আমরা সেভাবে ধরে রাখতে পারিনি। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল মানুষের কথা বলার অধিকার, দেশে গণতন্ত্রের অধিকার। কিন্তু ২০১৮ সালের এই বিজয়ের মাসে সেই ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের একাংশের ভাইস চেয়ারম্যান শওকত আমীনসহ এনডিপির নেতারা বক্তব্য দেন।