ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

শিবিরের নতুন সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক রাশেদুল

শিবিরের নতুন সভাপতি সালাহউদ্দিন, সম্পাদক রাশেদুল

বাঁ থেকে সালাহউদ্দিন আইউবী ও রাশেদুল ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২০ | ১০:২২

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন আইউবী। আর সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন রাশেদুল ইসলাম। মঙ্গলবার শিবিরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবির সভাপতি নির্বাচনের ভোট অনলাইনে গ্রহণ করা হয়েছে। সারাদেশের শিবিরের সদস্যরা অনলাইনে গত রোববার ও মঙ্গলবার ভোট দেন। পরে সন্ধ্যায় ভোটের ফল ঘোষণা করেন শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল। নির্বাচনের প্রধান কমিশনার ছিলেন শিবিরের সাবেক সভাপতি তাসনীম আলম।

নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান শিবিরের সহকারী নির্বাচন কমিশনার মতিউর রহমান আকন্দ। এরপর শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত সভাপতি কার্যকরী পরিষদের পরামর্শক্রমে রাশেদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করেন।

ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী সালাহউদ্দিন আইউবী এর আগে শিবিরের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাহিত্য সম্পাদক এবং গাজীপুর মহানগর সভাপতি ছিলেন। অপরদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাশেদুল ইসলাম এর আগে বিশ্ববিদ্যালয় শাখার সভপতি ছিলেন। এ ছাড়া শিবিরের কেন্দ্রীয় বিদায়ী কমিটির দপ্তর সম্পাদক ছিলেন তিনি।

আরও পড়ুন

×