করোনার টিকা দ্রুত আমদানির আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২১ | ১২:০৮
রাজনৈতিক বিবেচনা পরিহার করে দেশের বিশেষজ্ঞ ও গবেষকদের পরামর্শ অনুযায়ী সম্ভব দ্রুত সময়ে করোনার টিকা আমদানির সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, টিকা আমদানির ক্ষেত্রে কেবল ভারতের ওপর নির্ভরতা বিপজ্জনক ও আত্মঘাতী হতে পারে। এ বিষয়ে ভূ-রাজনৈতিক নীতিকৌশলের পরিবর্তে দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাকেই প্রাধান্য দেওয়া প্রয়োজন।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে দলের রাজনৈতিক পরিষদের সভায় এ আহ্বান জানানো হয়। দলের সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় রাজনৈতিক পরিষদ সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল বক্তব্য দেন।
সভার প্রস্তাবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অপফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা আরোপে উদ্বেগ প্রকাশ করা হয় এবং ভ্যাকসিন আমদানিতে জরুরি ভিত্তিতে বিকল্প অনুসন্ধানের দাবি জানানো হয়। একই সঙ্গে দেশের প্রত্যেক নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করারও আহ্বান জানানো হয়।
সভায় অবিলম্বে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত পাটকলের পর ছয়টি চিনিকল বন্ধের সিদ্ধান্তকে হঠকারী ও চরম দায়িত্বহীন আখ্যায়িত করে বন্ধ চিনিকল-পাটকল চালু করার দাবি জানানো হয়।