ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছাত্র ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা

‘বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান আসন্ন’

‘বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান আসন্ন’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১ | ২৩:২১

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর ছাত্র সমাবেশে বক্তারা বলেছেন, ‘সরকার ডিজিটিাল নিরাপত্তা আইন দিয়ে বাকস্বাধীনতা রুদ্ধ করছে, মানুষের টুঁটি চেপে ধরছে। দুঃশাসনের এই পরিস্থিতি চলতে পারে না। বাংলাদেশে আরেকটি গণঅভ্যুত্থান আসন্ন। আরেকটি গণঅভূত্থানের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হবে।’

মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য মনির উদ্দীন পাপ্পু, ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সজীব হোসেন, কুমিল্লা জেলার আহ্বায়ক তানভীর হাসান, টাঙ্গাইল জেলার আহ্বায়ক ফাতেমা রহমান বীথি, নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক ফারহানা মানিক মুনা প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও পলিটেকনিকের চলমান আন্দোলনের সংগঠক নেছার উদ্দিন।

দেশের সব গণতান্ত্রিক প্রগতিশীল ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন ও রাজনৈতিক দলকে চলমান 'ফ্যাসীবাদী শাসনের' বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শিক্ষাঙ্গন থেকে সংসদ সবখানে লুটপাট চলছে। বর্তমান সরকারের প্রতি মানুষের আর একবিন্দু বিশ্বাস নেই। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দেওয়ার কথা। কিন্তু তাদের সদস্যদের নামে মাদক, হত্যা, চাঁদাবাজি, যৌন নিপীড়নের অভিযোগে মামলা হচ্ছে। ফলে এদের প্রতিও মানুষের ভরসা নেই। কোনো প্রতিষ্ঠানই বিনা হয়রানিতে জনসেবা নিশ্চিত করতে পারছে না। এই স্বৈরাচারী শাসনের বিপরীতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি নিরাপদ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ছাত্র-তরুণদেরকেই লড়াকু ভূমিকা পালন করতে হবে।

বক্তারা পলিটেকনিক কলেজগুলোর চলমান সংকট নিরসনের জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নামে বহিষ্কারাদেশ প্রত্যাহার করার আহ্বান জানান বক্তারা।


আরও পড়ুন

×