পৌর ভোটের তৃতীয় ধাপ
জামানত খোয়ালেন বিএনপির ২৭ প্রার্থী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২১ | ১০:৪২
তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীদের মধ্যে ২৭ জন তাদের জামানাত হারিয়েছেন। খুলনার পাইকগাছা পৌরসভায় বিএনপির প্রার্থী ছিল না। তৃতীয় ধাপে শনিবার এই ৬২ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রথম দুই ধাপের তুলনায় অনেক বেশি সংঘাত ও অনিয়মের অভিযোগ উঠেছে। সবগুলো পৌরসভাতেই কাগজের ব্যালটে ভোট নেওয়া হয়।
এই ধাপের ভোটে ক্ষমতাসীন দলের প্রার্থীরা ২৫টি পৌরসভায় জয় লাভ করেন। তাদের প্রাপ্ত ভোট ৬১ দশমিক ৮৫ শতাংশ। আওয়ামী লীগের বিদ্রোহীসহ স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১৪টি পৌরসভায়। বিএনপি মাত্র তিনটিতে জয় পায়। বিএনপির প্রার্থীরা পেয়েছেন তিন লাখ ৯৯ হাজার ৯১১ ভোট, যা প্রদত্ত ভোটের ২৯ দশমিক ৭৫ শতাংশ। এ ধাপে নওগাঁর ধামইরহাট পৌরসভায় সর্বোচ্চ ৯২ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। এ পৌরসভায় ১২ হাজার ৬৪০ ভোটারের মধ্যে ১১ হাজার ৬৪৬ জন ভোট দিয়েছেন। সর্বনিম্ন ভোট পড়েছে মৌলভীবাজার সদরে ৪১ দশমিক ৮৭ শতাংশ।
তৃতীয় ধাপে ভোটার উপস্থিতি ছিল ৭০ দশমিক ৪২ শতাংশ। মোট ভোটার ছিলেন ১৯ লাখ আট হাজার ৬১৫ জন। এর মধ্যে ১৩ লাখ ৪৪ হাজার ১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে প্রথম ধাপে ২৪টি পৌরসভায় ইভিএমে ভোট হয় গত ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয় ১৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার ভোট ১৪ ফেব্রুয়ারি এবং পঞ্চম ধাপে ৩১টিতে ভোট হবে ২৮ ফেব্রুয়ারি।
যেসব পৌরসভায় বিএনপি প্রার্থীরা জামানত হারিয়েছেন, সেগুলো হলো- রাজশাহীর কেশরহাট, নাটোরের সিংড়া, পাবনা সদর, চুয়াডাঙ্গার দর্শনা, ঝিনাইদহের হরিণাকুণ্ডু, যশোরের মনিরামপুর, নড়াইলের কালিয়া, সাতক্ষীরার কলারোয়া, বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, বরিশালের গৌরনদী, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের স্বরূপকাঠি, টাঙ্গাইলের সখীপুর ও মধুপুর, জামালপুরের সরিষাবাড়ী, ময়মনসিংহের গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ, মুন্সীগঞ্জ সদর, শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ, জাজিরা, সিলেটের জকিগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, ফেনী সদর এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ।
- বিষয় :
- বিএনপি
- বিএনপির মেয়র প্রার্থী