ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছাত্রলীগের নতুন ৬ নেতার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগ

ছাত্রলীগের নতুন ৬ নেতার বিরুদ্ধে ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগ

মাজহারুল ইসলাম রবিন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:২৩

সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে ছাত্রলীগের ৬৮ জন নেতাকে পদায়নের দাবি করা হলেও অন্তত ছয়জনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, সন্ত্রাস, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এমন কি তাদের কেউ কেউ ছাত্রলীগ থেকে বহিষ্কৃতও হয়েছিলেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য অবশ্য এ সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি সমকালকে বলেছেন, ছাত্রলীগের কমিটিকে বিতর্কিত করার জন্য একটি চক্র এ সব মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে। তিনি সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে এই কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন।

তবে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শূন্য পদে আসা সহ-সভাপতি দেবাশীষ সিদ্ধার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের স্বাক্ষর জাল করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কৃত হয়েছেন। এ জন্য তাকে ছাত্রলীগ থেকেও আজীবন বহিষ্কার করা হয়েছে।

শামসুনাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াসমিন শান্তাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হলের শিক্ষার্থীদের মারধর ও হলের সামনের দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। কিছু দিন আগে রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্‌গুনী দাস তন্বীকে মারধর করেন শান্তা। এই ঘটনায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলাও হয়েছে। শান্তা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

ফরিদা পারভীনকে সহ-সভাপতি করা হয়েছে। তার বিরুদ্ধেও হলের শিক্ষার্থীদের মারধর এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। আরেক সহ-সভাপতি সুভ্রত হালদার বাপ্পির বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত সঙ্গবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি)।

দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনির বয়স ৩৪। সংগঠনের গঠনতন্ত্রের ৫ এর ক উপ-ধারা অনুযায়ী, অনূর্ধ্ব ২৮ বছর বয়সীরাই ছাত্রলীগের প্রাথমিক সদস্য পতে পারেন। এসএসসি সদনপত্র অনুযায়ী, ইন্দ্রনীল দেব শর্মা রনির জন্ম ১৯৮৭ সালের ২২ জুন। সেই হিসাবে তার বয়স ৩৩ বছর ৭ মাস।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল আমীন রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ আন্দোলনের সময় ছাত্রী উত্যক্তকরণ ও যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ২০১৯ সালের ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী কনসার্টের মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।

এই বিতর্কিত নেতাদের বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেছেন, এই অভিযোগগুলো সঠিক নয়। আর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তার মিমাংসাও করা হয়েছে। যে নেতার বিরুদ্ধে বেশি বয়সের অভিযোগ আনা হয়েছে, তিনি চলমান কমিটির নেতা। তাকে নতুন করে আনা হয়নি। জিয়াসমিন শান্তার বিষয়ে লেখক ভট্টাচার্য বলেছেন, সংগঠনের দুই নেতার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিলো। কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এই বিষয়ে তদন্তের পর ঘটনার মিমাংসা করে দিয়েছেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীর কমিটি থেকে বিতর্কিতদের বাদ দেওয়ার জন্য আন্দোলন হয়েছিলো। এখন শূন্য পদ পূরণ করে যে কমিটি দেওয়া হলো, সেখানে নতুন করে আবারও বিতর্কিতদের আনা হলো। এটা বঙ্গবন্ধুর আদর্শ ও ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী।

২০১৯ সালের ১১ মে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ৩০১ সদস্যের কমিটি ঘোষণা করেন। একই বছর শোভন-রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার পর আল নাহিয়ান খান জয় ভারপ্রাপ্ত সভাপতি এবং লেখক ভট্টাচার্য ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। তারা ২০১৯ সালের ২২ ডিসেম্বর বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ৩২ জনকে অব্যাহতি দেন। এর দীর্ঘ দিন পর গত রোববার শূন্যপদে ৬৮ জন নেতাকে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

×