ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরকারের অপকর্মের সমালোচনা হচ্ছে দেশ-বিদেশে: রিজভী

সরকারের অপকর্মের সমালোচনা হচ্ছে দেশ-বিদেশে: রিজভী

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ১০:৫৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের বিরুদ্ধে দেশ-বিদেশে অপপ্রচার করা হচ্ছে না, তাদের অপকর্ম ও অপশাসনের সমালোচনা হচ্ছে। তারা দেশের বিরোধী দলকে ধ্বংস করেছে, কারাগারে নিয়ে গেছে। জনগণের ভোট কেড়ে নিয়েছে, অধিকার কেড়ে নিয়েছে। তাদের এসব অন্যায়-অত্যাচারে এখন গন্ধ ছড়িয়ে পড়ছে।

বুধবার ঢাকার নবাবগঞ্জের দোহার এলাকার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের সময় তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, সরকার শক্তিশালী বিরোধী দল চায়; কিন্তু তাদের বক্তব্যে হাসি লাগে। জনগণ লজ্জা পায়। যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদের মুখে এসব কথা মানায় না।

তিনি বলেন, সরকারের উন্নয়ন জনগণের দোরগোড়ায় এসে পৌঁছায়নি। তাদের দলেরই মন্ত্রী-এমপি-নেতাকর্মীরা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতারা এখন বিদেশে বাড়ি কিনছেন, বেগমপাড়া করছেন। এটাই তাদের তৃপ্তি। এতে জনগণের কিছু হয়নি।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুর ইসলাম হাই, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×