নির্বাচন পরিস্থিতি নিয়ে ওয়ার্কার্স পার্টির ক্ষোভ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:৫১
দেশের নির্বাচন পরিস্থিতির ক্রমাবনতিতে হতাশা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। নেতারা বলেছেন, সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনগুলোতে বিরোধী দল, এমনকি ক্ষমতাসীন দলের জোটভুক্ত দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাকেও অসম্ভব করে তোলা হয়েছে। নির্বাচনে রাষ্ট্রযন্ত্রের হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ এখন আর গোপন নয়। নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থাও নিচ্ছে না।
শনিবার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় নেতারা এসব কথা বলেন। দলের সভাপতি রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে সভায় রাজনৈতিক প্রস্তাবনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।
সভার প্রস্তাবে চলমান পৌরসভা নির্বাচনসহ আগামী এপ্রিলে অনুষ্ঠেয় দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাতে সব দল সঠিকভাবে অংশ নিতে পারে এবং জনগণও ভোট দিতে পারে, সেটা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক অনিয়ম, লুটপাট ও অনৈতিক আচরণের অভিযোগের সুষ্ঠু তদন্তসহ নির্বাচন কমিশনকে যথাযোগ্য আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করার আহ্বান জানানো হয়।
সভায় দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে আহ্বায়ক করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ২৭ মার্চ ঢাকা মহানগর ও বছরব্যাপী সারাদেশে জাতীয় ও লাল পতাকা মিছিল, ১৩ এপ্রিল কেন্দ্রীয় আলোচনা সভা এবং শ্রমিক-কৃষক-নারী, ছাত্র-যুব ও সাংস্কৃতিক ফ্রন্টের বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে ১৩ মার্চ 'বঙ্গবন্ধু ও চার মূলনীতি' শীর্ষক আলোচনা সভা এবং 'স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা দিবস' উপলক্ষে ২২ ফেব্রুয়ারি 'বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বামপন্থিদের ভূমিকা' শীর্ষক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, নজরুল হক নিলু, লিয়াকত আলী লিকু, তপন কুমার দত্ত চৌধুরী, অধ্যাপক ইব্রাহীম খলিল, আবু হানিফ, অ্যাডভোকেট নজরুল ইসলাম, দিপঙ্কর সাহা দিপু, অ্যাডভোকেট জোবায়দা পারভীন, রফিকুল ইসলাম, অ্যাডভোকেট কাজী মাসুদ, আবুল হোসাইন, জাকির হোসেন রাজু, মোস্তফা আলমগীর রতন, মহিবুল্লাহ মোড়ল, দেবাশীষ প্রামাণিক দেবু, ইন্দ্রানী সেন শম্পা প্রমুখ।
- বিষয় :
- ওয়ার্কার্স পার্টি
- নির্বাচন পরিস্থিতি