ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জিয়ার পদক নিয়ে মৌচাকে ঢিল ছুড়বেন না: ডা. জাফরুল্লাহ

জিয়ার পদক নিয়ে মৌচাকে ঢিল ছুড়বেন না: ডা. জাফরুল্লাহ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১ | ০৮:২৯ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২১ | ০৯:০৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন বীরউত্তম। এটা প্রমাণিত সত্য। এই উপাধি পাকিস্তান দেয়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন। তিনি তো এ নিয়ে কোনোদিন প্রশ্ন করেননি। বরং বঙ্গবন্ধু তাকে পদোন্নতি দিয়েছেন। তাই আজ জিয়ার পদক বাতিলের সিদ্ধান্ত নিয়ে বঙ্গবন্ধুকে অপমান করছেন, তাকে ছোট করছেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা নতুন গ্রন্থ 'করোনাকালে বাংলাদেশ'-এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন।

সরকারকে 'মৌচাকে ঢিল না ছুড়তে' পরামর্শ দিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, এভাবে প্রতিহিংসা চলতে থাকলে আজকে সিরাজ সিকদারের বিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে। পদক বাতিলের এই সিদ্ধান্ত একটা পাগলামির নামান্তর। দেশের মানুষ ক্ষমতার পরিবর্তন চায় উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বানও জানান জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতা।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের দেশে টিকা একটি সূত্র থেকে আনা হয়েছে। সেজন্য বেশি দাম দিতে হয়েছে। যে টিকা ইউরোপীয় ইউনিয়ন ২ দশমিক ১৯ ডলার, ফিলিপাইন ২ দশমিক ৫০ ডলার, ভারত ৩ দশমিক ২০ ডলার আর যুক্তরাষ্ট্র ৪ ডলারে কিনেছে- তা বাংলাদেশ নিয়েছে ৫ ডলারে। মধ্যস্বত্বভোগী গোষ্ঠীকে সুবিধা দিতে এই ব্যবস্থা করেছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহর সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, সাবেক উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও দি ইউনিভার্সেলের প্রকাশক শিহাব উদ্দিন ভুঁইয়া বক্তব্য দেন।


আরও পড়ুন

×