ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশে ঘরে ঘরে নীরব দুর্ভিক্ষ চলছে: আ স ম রব

দেশে ঘরে ঘরে নীরব দুর্ভিক্ষ চলছে: আ স ম রব

সমাবেশে বক্তব্য রাখেন আ স ম আবদুর রব- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৪

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, 'আওয়ামী লীগ সিন্ডিকেটের কারণে পেঁয়াজ, চাল, আলু, আটা, ময়দা, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণহীন। পাশাপাশি মুদ্রাস্ম্ফীতি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও অবাধ লুটপাটে দেশের জনগণ দিশেহারা। দেশের ঘরে ঘরে আজ নীরব দুর্ভিক্ষ চলছে।'

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে আ স ম রব এ কথা বলেন। তিনি বলেন, 'সরকার ১০ বছরে ৮ বার বিদ্যুতের মূল্য বাড়িয়েছে; এখন আবারও তা বাড়ানোর পাঁয়তারা করছে। এটা মড়ার ওপর খাঁড়ার ঘায়ের শামিল। বিদ্যুতের মূল্য বাড়ানো জনগণ কোনোভাবেই মেনে নেবে না।'

জেএসডি সভাপতি বলেন, 'পুলিশ দিয়ে ভোট নিয়ন্ত্রণ করা যায়, সভা-সমাবেশ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু অর্থনীতি নিয়ন্ত্রণ করা যায় না। দেশের অর্থ পাচার হচ্ছে, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, উন্নয়নের আড়ালে অর্থ লোপাট হচ্ছে। অর্থনীতি সংকটে পড়ছে। অথচ সর্বক্ষেত্রে সরকার নীরবতা পালন করছে।' আ স ম রব বলেন, 'জনজীবনের দুরবস্থার কথা বলায় জননেতা মনজুরুল আহসান খান ও সিপিবির ওপর পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালিয়েছেন- জনগণ এটা ক্ষমা করবে না। ৩০ তারিখের ভোট ২৯ তারিখেই নিয়েছেন- জনগণ সেটা ভোলে নাই। ২৯ ডিসেম্বরের আগেই ক্ষমতা ছেড়ে দিন, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আন্দোলনের জন্য জনগণ ঐক্যবদ্ধ, যে কোনো সময় গণবিস্ম্ফোরণ ঘটবে।'

ঢাকা মহানগর জেএসডির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জেএসডি স্টিয়ারিং কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, আবদুর রাজ্জাক রাজা, কেন্দ্রীয় ও মহানগর নেতা এসএম রানা চৌধুরী, আবদুল্যাহ আল তারেক, সামছুল আলম নিপন, আবুল মোবারক, মোশাররফ হোসেন, তৌফিক উজ জামান প্রমুখ।

আরও পড়ুন

×