গুম-নিখোঁজ বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে ইশরাকের বনভোজন

গুম-নিখোঁজ বিএনপি নেতাদের পরিবারের সদস্যদের নিয়ে ইশরাকের বনভোজন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২১ | ০৮:২৫
বিগত সময়ে গুম ও নিখোঁজ বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীতে অন্যরকম এক বনভোজনের আয়োজন করেছেন দলটির আন্তর্জাতিক উইংয়ের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শুক্রবার সকালে ঢাকার অদূরে কেরানীগঞ্জ আনোয়ার ম্যাজিক কিংডম রিসোর্টে এ বনভোজন আয়োজন করা হয়। এ দিন বিভিন্ন রাইড, সুইমিংপুলে সাঁতার কাটা, দুপরে খাওয়া-দাওয়া, বিকেলে খেলাধুলার মধ্য দিয়ে ২০টি পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত এ প্রার্থী।
ইশরাক হোসেন বলেন, এ সরকারের বিভিন্ন সময়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী গুম-খুন হয়েছেন। হাজার হাজার নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবরণ করছেন। তাদের অনেকে তার বাবাকে, ভাইকে পাশে পাচ্ছে না। তাদের এ কষ্ট কিছুটা লাঘব করতেই মূলত এ ছোট আয়োজন করেছি। খুব ভালো একটা সময় কাটিয়েছি। এ দিনটা আমরা জন্য স্মরণীয় হয়ে থাকবে।