বাসদের (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়কারী আতিক

ফখরুদ্দিন কবির আতিক
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২১ | ০৯:৫৭
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়কারী হয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতিক।
দলের সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যু-পরবর্তী পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের পরবর্তী কনভেনশন পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।
শুক্রবার বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটি, কেন্দ্রীয় নির্বাহী ফোরাম ও সারাদেশের সদস্যদের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও সিদ্ধান্ত হয়, দল পরিচালনাকে অধিকতর প্রতিনিধিত্বমূলক করতে এরই মধ্যে গঠিত ৩০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী ফোরাম পরবর্তী কনভেনশন পর্যন্ত দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দলের কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটি ও কেন্দ্রীয় বর্ধিত ফোরাম বিলুপ্ত হয়ে যাবে।
সভায় সদ্য প্রয়াত মুবিনুল হায়দার চৌধুরী স্মরণে আগামী ১৪ জুলাই অনলাইন স্মরণসভার সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদের পর বা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জেলায় জেলায় অনুরূপ স্মরণসভা অনুষ্ঠিত হবে।