আওয়ামী লীগের নতুন কমিটিতে আছেন যারা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৪:২৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ২১:৩০
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে নবমবারের মতো নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশন পর্বে সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করা হয়।
তবে দলের শীর্ষ দুই পদে পরিবর্তন না এলেও দলটির নতুন কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ থেকে বাড়িয়ে ৫১ করা হয়েছে। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে নতুন কমিটিতে জায়গা পেয়েছেন শাজাহান খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
আগে থেকেই সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরুল্লাহ, সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য, ড. আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান খান, আবদুল মতিন খসরু।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটিতে আছেন মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সাংগঠনিক সম্পাদক পদে আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন ও মির্জা আজম নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক হয়েছেন বিপ্লব বড়ুয়া।
প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুস সোবহান গোলাপ। আইন সম্পাদক হয়েছেন নজিবুল্লাহ হিরু।