জনরোষের ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে: টুকু

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখছেন সুলতান সালাহউদ্দিন টুকু- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২২ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২৭
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, 'জনরোষের ভয়ে সরকার বেসামাল হয়ে পড়েছে। তিনি বলেন, গুম, খুন, অত্যাচার, নির্যাতন আর লুটপাটের কারণে দেশের জনগণ আজ ক্ষুব্ধ। যে কোন সময়ে এর বহিঃপ্রকাশ ঘটবে। এতে গদি সরে যেতে পারে বলে আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগ। আর এ আতঙ্ক থেকেই বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু করেছে সরকার।'
বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা বিএনপি কার্যালয়ে মহিলা দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন টুকু।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, 'আমাদের উপর আরও নির্যাতন আসবে, গ্রেপ্তার করা হবে। কিন্তু নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য সৃষ্টি করে এই দানব সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।'
জেলা মহিলা দলের সভাপতি নিলুফার ইয়াসমীন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদ ও জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় প্রমুখ।