ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গোলাম পরওয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল

গোলাম পরওয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৭ | আপডেট: ০১ মার্চ ২০২০ | ১০:৪৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার সকালে দলটির আমির ডা. শফিকুর রহমান তাকে সেক্রেটারি হিসেবে শপথবাক্য পাঠ করান। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে (ফুলতলা ও ডুমুরিয়া) সংসদ সদস্য নির্বাচিত হন। তার জন্ম খুলনায়। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭৪ সালে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। ১৯৭৭ সালে ছাত্রশিবির প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি এর সঙ্গে জড়িত ছিলেন। ছাত্রজীবন শেষ করে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

সাংবাদিকতা ও অধ্যাপনা পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন মিয়া গোলাম পররোয়ার। দৈনিক সংগ্রামের খুলনা প্রতিনিধি হিসেবে কয়েক বছর দায়িত্ব পালন করেন। তিনি দুই বছর খুলনা ইসলামিয়া কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

গত ১২ নভেম্বর জামায়াতের নতুন আমির হিসেবে ডা. শফিকুর রহমানের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গত ৫ ডিসেম্বর তিনি আমির হিসেবে শপথ নেন।


আরও পড়ুন

×