ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই: মান্না

দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই: মান্না

মাহমুদুর রহমান মান্না। ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১ | ০৯:৪৯ | আপডেট: ০২ অক্টোবর ২০২১ | ০৯:৫১

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আজকে দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। দেশেরও কোনো নিরাপত্তা নেই। এটা একটা জালিম রাষ্ট্র। মানুষের জন্য শাসকদের কোনো দরদ নেই।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে নিজের লেখা এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 'কারাগারে বাইশ মাস' শীর্ষক এই বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করে নাগরিক প্রকাশন।

ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, দেশে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতনের মাত্রা এমন যে, ধরে নিয়েই পায়ে গুলি করে দেয়। এরপর স্প্রে করে যেন ওই পা ভালো না হয়। মূলত কারাগারের ভেতরে আর বাংলাদেশের ভেতরে একই অবস্থা। যার প্রমাণ খালেদা জিয়া। তিনি কি মুক্ত নাকি বন্দি?

মান্না বলেন, শুধু কারাগারের ভেতরে দুর্নীতি হয় তা নয়, কারাগারের বাইরে আরও বেশি দুর্নীতি হয়। আজকে চিকিৎসা ব্যবস্থা এত খারাপ যে, চিকিৎসা ব্যয় মেটাতে মানুষের ত্রাহি অবস্থা। আজকে দেশের সব মানুষ চিৎকার করছে তাদের স্বাধীনতার জন্য। তিনি বলেন, আমরা চাই একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র। আমরা সেই কল্যাণের রাজনীতি করি।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাকশালের গুহা থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। সেই রাজনীতিতে একটা শৃঙ্খলা ও সম্মানবোধ ছিল। কিন্তু এই সরকার সব শৃঙ্খলা ও নিয়ম নষ্ট করে ফেলেছে। এখন রাজনীতিবিদদের সেটা নেই। দেশে কেবল ভিন্ন মতের রাজনীতিবিদদের নির্যাতন করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শাহ্‌দীন মালিক বলেন, কোনো দেশের সরকার কর্তৃত্ববাদী হলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়ে। ধাপে ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটা সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলেন। আমরাও ধাপে ধাপে সেদিকেই এগোচ্ছি। এই নিয়ে আমি এখন খুবই আতঙ্কিত। অবশ্য এসব বিএনপিই শুরু করেছিল। 'অপারেশন ক্লিনহার্ট', 'যৌথ অভিযান দায়মুক্তি আইন-২০০৩'- এসব তো ওই সময়েই হয়েছিল।

এসএমএ কবীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নাগরিক ঐক্যের ডা. জাহেদ উর রহমান প্রমুখ।


আরও পড়ুন

×