ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছে: ফখরুল

বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছে: ফখরুল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১ | ১০:৪৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২১ | ১০:৪৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ও প্রশাসনকে ধ্বংস করা হয়েছে। বিচার ব্যবস্থাকেও দলীয়করণ করা হয়েছে। এখন ন্যায়বিচার পাওয়া প্রায় অসম্ভব।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ১১ বছর সাজা দেওয়া হয়েছে। এটি কাম্য হতে পারে না। বিষয়টি কখনও বিচার ব্যবস্থাকে সম্মানজনক অবস্থায় নেবে না।

বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, বর্তমান সংকট অত্যন্ত গভীর। এই সংকট আমাদের অস্তিত্বের। যেটা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের আগে ছিল। সেই সংকট এই সময়ে দেখা দিয়েছে। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে, আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আমাদের যা কিছু অর্জন ছিল, সবকিছু হারিয়ে ফেলেছি।

তিনি বলেন, আমাদের সব ভালো, শুভ ও সুন্দর জিনিসগুলো সরকার ধ্বংস করে ফেলেছে। কোথাও নিরাপত্তা নেই। তাদের তৈরি সব আইন মানুষের বিরুদ্ধে করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে। চার হাজার মানুষের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দেওয়া হয়েছে। ভয় দেখিয়ে, ত্রাস সৃষ্টি করে সমাজে ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, সরকার আমাদের ঘাড়ের ওপর চেপে বসে সব অর্জন ধ্বংস করে দিচ্ছে। এর হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে। তাদের হটিয়ে সত্যিকার অর্থেই আইনের শাসন, একটা মুক্ত অর্থনীতি, একটা মুক্ত সমাজ ব্যবস্থা এবং জনগণের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। 

কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন

×