এমপি আফজালকে আবারও নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ

সংসদ সদস্য আফজাল হোসেন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১ | ১০:৪৮ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ | ১১:০৩
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেনকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তিনি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে প্রচারসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে শনিবারের মধ্যে এলাকা ছাড়ার এই নির্দেশ দিয়েছে ইসি।
শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনেও আচরণবিধি ভেঙে ভোটের প্রচারে নেমেছিলেন এমপি আফজাল। সেই বছরের ২২ মার্চ তাকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসি।
ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর ২২ বিধি অনুযায়ী এমপিরা স্থানীয় সরকারের নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না।