নাগরিক ঐক্যের কমিটি পুনর্গঠন
মান্না সভাপতি, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ

মাহমুদুর রহমান মান্না। ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১ | ০৯:১৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১ | ০৯:১৪
নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। রাজধানীর তোপখানা রোডে দলটির কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সর্বসম্মতিক্রমে দলের সভাপতি নির্বাচিত করা হয়।
এ ছাড়া দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারকে সাধারণ সম্পাদক এবং ডা. জাহেদ উর রহমানকে সিনিয়র যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একই দিন সভাপতি, সাধারণ সম্পাদকসহ ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়।
প্রেসিডিয়ামের অন্য সদস্যরা হলেন- মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব ও সৈয়দ আব্দুল মাবুদ।
ডাকসুর দু'বারের নির্বাচিত ভিপি, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ২০১২ সালের ১ জুন তিনজন উপদেষ্টা ও ১৮৬ জনের কেন্দ্রীয় কমিটি নিয়ে নাগরিক ঐক্য প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে সংগঠনটি জাতীয় ঐক্য ফ্রন্ট জোটের অন্যতম শরিক।