ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রও নিশ্চিত করতে হবে: মেনন

উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রও নিশ্চিত করতে হবে: মেনন

রাশেদ খান মেনন - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৮:৪৮ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ | ০৯:৩০

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, 'পঞ্চাশ বছরে এদেশের উন্নয়ন যেমন বাধাগ্রস্ত হয়েছে, তেমনি বিভিন্ন শাসকের হাতে গণতন্ত্রও পর্যুদস্ত হয়েছে। নির্বাচন ব্যবস্থার ধ্বংস সাধন হয়েছে। তাই উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রও নিশ্চিত করতে হবে, তাকে বিকশিত করতে হবে।'

বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর আয়োজিত বিজয় দিবস সুবর্ণজয়ন্তীর আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন।

তিনি বলেন, 'বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটছে, গণতন্ত্রেও হতে হবে। একই সঙ্গে তা হবে নির্বাচন ব্যবস্থার। বাইরে থেকে এসে কেউ গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করে দেবে না।'

মেনন বলেন, 'এদেশের জনগণ অতীতেও আন্দোলনের মাধ্যমে তাদের গণতন্ত্র প্রশ্নের মীমাংসা করেছে, এখনও করবে। সেই সক্ষমতা তাদের মধ্যে আছে। অতীতে কেউ তাদের দাবিয়ে রাখতে পারেনি, এখনও পারবে না।'

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নারী মুক্তি সংসদের সভাপতি হাজেরা সুলতানা, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায়, মহাগর নেতা শাহানা ফেরদৌসি লাকী, সাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।

সভার শুরুতে জাতীয় সংগীত ও দেশের গান পরিবেশন করা হয়।

আরও পড়ুন

×