বুক সেলফের পরিবর্তে হলে ছাত্রলীগের টর্চার সেল: রিজভী

রুহুল কবির রিজভী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯ | ০৮:০৭
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ক্ষমতালিপ্সার কারণে ছাত্রলীগকে জঙ্গি সংগঠনে পরিণত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে তারা বুক সেলফের পরিবর্তে টর্চার সেল গড়ে তুলেছে। ছাত্রলীগের কারণে দেশের মেধাবী সন্তানরা খুনিতে পরিণত হচ্ছে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব বলেন।
রিজভী বলেন, দেশের মানুষকে গুম-খুন-অপহরণ করে আর দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে গত এক দশক ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে। এটি জনগণ আর চলতে দেবে না। ছাত্রসমাজ এসব অনাচার আর মেনে নেবে না। সরকারের পতন ঘণ্টা বেজে গেছে। ক্ষমতাসীনদের জুলুম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষের রক্তে আগুনজ্বলা দ্রোহ শুরু হয়েছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে অসংখ্য দেশবিরোধী চুক্তি করেছে সরকার। জনগণ জানতেও পারছে না কি চুক্তি হচ্ছে, কেন হচ্ছে এইসব চুক্তি? এইসব চুক্তিতে কার স্বার্থ রক্ষা হচ্ছে? বিএনপি মনে করে, পারস্পরিক স্বার্থ ও সমমর্যাদা রক্ষার ভিত্তিতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে বন্ধুত্বের। স্বামী-স্ত্রীর নয়। এখানেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মৌলিক তফাত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে চুক্তি বাতিল ও বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু করা হয়। রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, সহ-সভাপতি আবুল হোসেন, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, মুক্তিযুদ্ধের প্রজন্মের আহবায়ক কালাম ফয়েজী, সদস্য সচিব রায়হান আল মাহমুদ রানা, যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম, ইব্রাহিম হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।