শ্রমিক দলে নেতৃত্বের সংকট ৯ বছরেও হয়নি কাউন্সিল

কামরুল হাসান
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০০:৫৬
জাতীয়তাবাদী শ্রমিক দলের দুই বছরের কমিটি চলছে ৯ বছর ধরে। দীর্ঘ এই সময়ে একাধিকবার উদ্যোগ নিয়েও কাউন্সিল করতে পারেনি সংগঠনটি। সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বর ও নভেম্বরে কাউন্সিলের নির্দেশ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই নির্দেশও উপেক্ষিত। নির্ধারিত সময়ে কাউন্সিল না হওয়ায় সংগঠনের পদপ্রত্যাশী ও তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ, হতাশ। এদিকে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া মহানগর শ্রমিক দলের কমিটি নিয়েও অসন্তোষ বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে।
জানা গেছে, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম প্রায় চার বছর ধরে অসুস্থ এবং নিষ্ফ্ক্রিয়। নেতাকর্মীরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সভাপতি আনোয়ার হোসাইন একক প্রচেষ্টায় সংগঠনকে সক্রিয় রাখার চেষ্টা করছেন। কিন্তু তিনিও অনেকটা বয়োজ্যেষ্ঠ। ফলে সংগঠনে এখন নেতৃত্বের সংকট। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায় আর উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠনটি এখন অভ্যন্তরীণ কোন্দল আর গ্রুপিংয়ে বিপর্যস্ত। বিগত দিনে বিএনপির আন্দোলন-সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে ব্যর্থ শ্রমিক দল শুধু দিবসভিত্তিক কর্মসূচি পালনেই সীমাবদ্ধ থেকেছে। এমনকি শ্রমিকদের দাবি আদায়েও কার্যত কোনো ভূমিকা রাখতে পারছে না। তবে মাঝেমধ্যে শ্রমিকদের সংকটে ছুটে যান সভাপতি আনোয়ার হোসাইন।
সূত্র জানায়, আন্দোলনের মাঠে উল্লেখ্যযোগ্য ভূমিকা না থাকায় শ্রমিক দলের কর্মকাণ্ডে বিএনপির হাইকমান্ড নাখোশ। সর্বশেষ গত বছরের নভেম্বরে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু সম্মেলন হয়নি।
এরই মধ্যে গত মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক দলের নতুন আহ্বায়ক (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি গঠনে নেতা নির্বাচনে কোনো মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়নি এবং মহানগর কমিটি গঠনের ক্ষেত্রে মহানগর শ্রমিক দলের বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এক ধরনের গায়েবি কমিটি গঠন করা হয়েছে বলে নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
ঢাকা দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া সদরঘাটের ঘাট শ্রমিকদের একটি গ্রুপের নেতা। যিনি মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের খুবই ঘনিষ্ঠ। বাড়ি কিশোরগঞ্জে। আর সদস্য সচিব বদরুল আলম সবুজ ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর আপন ছোট ভাই। যিনি ধানমন্ডি থানা শ্রমিক দল নেতা বাবুল সর্দার হত্যা মামলার দুই নম্বর আসামি।
তৃণমূলের নেতারা জানান, ঢাকা মহানগর কমিটির আগে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা বেশি জরুরি ছিল। হঠাৎ মহানগর কমিটিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। দলের কেন্দ্রীয় এক নেতা বলেন, নেতৃত্ব বদল হওয়া স্বাভাবিক। কিন্তু যোগ্য লোককে বাদ দিয়ে নতুন কাউকে পদে বসিয়ে দিলেই হয় না।
এ বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানকে ফোন করা হলে তিনি তা ধরেননি।
নতুন কমিটির জন্য আলোচনায় যারা :শ্রমিক দলের নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদের জন্য আলোচনায় আছেন বর্তমান সভাপতি আনোয়ার হোসাইন, কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার (বর্তমানে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক), বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও ফিরোজ উজ-জামান মামুন মোল্লা, শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
ফিরোজ উজ-জামান মামুন মোল্লা বলেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদোত্তীর্ণ। আসলে মেয়াদহীন কমিটি দিয়ে সংগঠন চলে না। তৃণমূলকে চাঙ্গা রাখা ও তাদের মাঝে উদ্দীপনা তৈরি করতে হলে নতুন কমিটি দরকার।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন বলেন, আমাদের বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ। একাধিকবার উদ্যোগ নিয়েও কাউন্সিল করতে পারিনি। যে কোনো সময় সম্মেলন করতে চাই।
- বিষয় :
- শ্রমিক দল
- তারেক রহমান
- বিএনপি