ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মাদক বিক্রি করতে না করায় হামলা, মা-মেয়ে গুলিবিদ্ধ

মাদক বিক্রি করতে না করায় হামলা, মা-মেয়ে গুলিবিদ্ধ

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৭:২২

পাবনার ঈশ্বরদীতে মাদক বিক্রি করতে না করার জেরে বাড়িতে হামলা ও মা-মেয়েকে গুলি করার অভিযোগ উঠেছে ‍দুই তরুণের বিরুদ্ধে। রোববার দিবাগত রাতে নগরীর পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- আলেয়া খাতুন (৪০) ও তার মা বুলবুলি বেগম (৬৫)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

গুলিবিদ্ধ আলেয়া খাতুন ঘটনা সম্পর্কে জানান, ঈদের আগে থেকে এলাকায় দুই বাচ্চা ছেলে আসাদুল ও হেলাল মাদক বিক্রি করছিল। আমি তাদের নিষেধ করি এ কাজ না করার জন্য। দুজনকে কান ধরে ওঠবস করাই। এ নিয়ে বিরোধ চলছিল। রোববার রাতে দুইটি মোটরসাইকেলে করে আসাদুল ও হেলালসহ ৫ জন এসে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণ করলে আমার ও আমার মায়ের গায়ে গুলি লাগে। 

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা এ ঘটনায় আসাদুল, হেলালসহ ৫জনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা করেছে। 

আরও পড়ুন

×