ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

কোমল পানীয় ভেবে কীটনাশক পান, হাসপাতালে দুই বোন

কোমল পানীয় ভেবে কীটনাশক পান, হাসপাতালে দুই বোন

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১৭:৫৪

পাবনার ঈশ্বরদীতে কোমল পানীয়ের বোতলে রাখা ঘাস মারার কীটনাশক পান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই চাচাতো বোন আফসানা খাতুন (৪) ও আহিয়া খাতুন (৩)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

স্থানীয়রা জানায়, গত শনিবার উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী দালাল পাড়া গ্রামের আসাদুল প্রামানিকের মেয়ে আফসানা খাতুন ও আইনুল প্রামানিকের আহিয়া খাতুন জমিতে ঘাস মারার জন্য কোমল পানীয়ের বোতলে গুলিয়ে রাখা কীটনাশক পান করে। ওই দিন দুপুরের দিকে তারা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পারেন তাদের বাবা-মা। পরে দুই বোনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

আসাদুল প্রামানিক জানান, দুই মেয়ের চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন দু’জনই অচেতন অবস্থায় বেঁচে আছে। তবে ৪ থেকে ৫ দিন না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তাদের অবস্থা আশঙ্কাজনক। 

আরও পড়ুন

×