ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

দুই দিন পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর

দুই দিন পর সচল হলো বাংলাবান্ধা স্থলবন্দর

ছবি: সংগৃহীত

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ৩০ জুন ২০২৫ | ১২:১৮

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহারের পর চালু হলো বাংলাবান্ধা স্থলবন্দর। আজ সোমবার থেকে স্থবন্দরের সব কার্যক্রম শুরু হয়। 

সরেজমিনে দেখা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে পরা সব ট্রাক পোর্ট হতে চলছে। আজ সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা-কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারে কাজে যোগ দেন।

বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তরুজ্জামান জানান, কমপ্লিট শাটডাউনের কারনে শ্রমিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়াও সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রান্সপোর্টে যুক্ত সবাই ক্ষতিগ্রস্থ হয়েছেন। আজ সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের ফলে বন্দর দুই দিন বন্ধ ছিল। এতে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও ক্লিয়ারিং না পাওয়ায় কারনে ট্রাকগুলো আটকা পড়ে ছিল। গতরাতে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন; ফলে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

আরও পড়ুন

×