আবু সাঈদ হত্যা মামলা / এজাহারভুক্ত ৮ পুলিশ কর্মকর্তা স্বপদে বহাল, হুঁশিয়ারি বেরোবি শিক্ষার্থীদের
আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আটজন পুলিশ কর্মকর্তা এখনো স্বপদে বহাল রয়েছেন। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে এবং মূল অভিযুক্তদের আড়াল করা হচ্ছে—এমন অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার দিনভর প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন ও এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
আপডেটঃ ২৬ জুন ২০২৫ | ২১:২০