অসহায় মানুষের পাশে…

কখনও খাবার, কখনও রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়ান হাবিবুর রহমান...
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ২২:২৭
হাবিবুর রহমান। ঠাকুরগাঁও জেলার প্রত্যন্ত পীরগঞ্জ উপজেলায় গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সূর্যপুরী যুব ফোরাম পাঠাগার ও বিজ্ঞান ক্লাব’। শৈশব থেকে মানবসেবার নেশায় মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নকালীন স্কাউট সদস্য হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে মাধ্যমিকে অধ্যয়নের সময় স্থানীয় পর্যায়ে তরুণদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। হাবিব তরুণদের নিয়ে ১০০-এরও বেশি বাল্যবিবাহ রোধ ও এসডিজি বাস্তবায়নে জেলায় ৫০০ বৃক্ষরোপণ করেন।
প্রতিবন্ধী, বয়স্ক, বিধবাদের সরকারি ভাতা পাওয়ার জন্য সহযোগিতা করেন। এ ছাড়া মানুষের জীবন বাঁচাতে রক্তদান কর্মসূচির মাধ্যমে দুই হাজার মানুষকে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন। গ্রামের সুবিধাবঞ্চিত স্কুলপড়ুয়া বাচ্চাদের জন্য ১৭টি পাঠাগার স্থাপন হয়। সামাজিক কাজের অবদানের জন্য বাংলাদেশ স্কাউট থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ এবং ভিএসও ভলান্টিয়ারিং অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কের হাবিবুর রহমান বলেন, ‘ভালো কাজের মাধ্যমে দেশ ও যুবদের নিয়ে
নতুন বাংলাদেশ গড়তে চাই! এ ছাড়া তরুণদের নিয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সমাজে অন্যায়ের প্রতিবাদস্বরূপ মানববন্ধন, আন্দোলন, সভা-সেমিনারের আয়োজন করতে চাই। সমাজে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রচার ও প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি পাঠাগার স্থাপন, তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগও নিতে চাই।’
- বিষয় :
- মানুষ সুরক্ষা