ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যে উদ্যোগ

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যে উদ্যোগ

মানবিক ও সামাজিক যে কোনো কার্যক্রমে দেখা মেলে স্বেচ্ছাসেবক মুকতাফির

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ২৩:৪৯

আহমেদ মুকতাফি রোহানের জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাট চুকিয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। পড়ছেন আইন নিয়ে। বেশ অল্প বয়সেই তাঁর আবৃত্তি, বিতর্ক, ক্লাবিং, ইভেন্ট ম্যানেজমেন্টে নামডাক। সঙ্গে রয়েছে বই পড়ার নেশা। 
সামাজিক দায়বদ্ধতা এবং প্রাণীর প্রতি ভালোবাসা থেকে এলাকায় কুকুর-বিড়ালদের রেসকিউ কার্যক্রম কিংবা শেল্টারের কার্যক্রমেও অগ্রণী ভূমিকায় দেখা যায় মুকতাফিকে। স্ট্রে অ্যানিম্যালের স্ট্রিট ট্রিটমেন্ট কিংবা রেসকিউ কার্যক্রমেও রয়েছে অভিজ্ঞতা। জুলাই বিপ্লবের সময়ও রাজপথ কাঁপিয়ে বেড়িয়েছেন মুকতাফি। ১৮ জুলাই মিরপুর ক্যান্টনমেন্ট প্রতিরোধ থেকে পরবর্তী সময়ে ছিলেন চট্টগ্রামের রাজপথে। স্লোগানে কাঁপিয়েছেন রাজপথ। কিছুদিন আগের বন্যা পরিস্থিতিতে উদ্যোগ নেন ‘মেরিটাইম ফান্ড রেইজিং’-এর। শুরুতে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও এক সপ্তাহের মধ্যে সবার সহযোগিতায় গণত্রাণ কর্মসূচির মাধ্যমে তুলে ফেলেন ছয় লাখ টাকার ফান্ডসহ বিশাল বস্ত্র সাহায্য এবং ত্রাণ সাহায্য, যা পৌঁছে যায় ফেনী ও কুমিল্লার দেড় হাজার পরিবারের কাছে। 
নিজের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আহমেদ মুকতাফি রোহান বলেন, ‘২০৩০ সালের মধ্যে ৩০ হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও স্থায়ী কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি। মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অসচ্ছল বা সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও নিরলস কাজ করে যাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন এই মানবিক কাজ করে যেতে চাই। আমি সামর্থ্য অনুযায়ী বছরে অন্তত একটি হলেও বড় কাজ করার চেষ্টা করি। আগামীতেও মানবিক কাজ করতে আমি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’ u

আরও পড়ুন

×