মানবিক কাজেই যার সুখ

মানবিক ও সামাজিক যে কোনো কার্যক্রমে দেখা মেলে স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ আল অভির...
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪ | ২৩:৪৮
আব্দুল্লাহ আল অভি। গ্রামের সাধারণ পরিবারে বেড়ে ওঠা। শৈশব থেকে যুক্ত স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে। বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, ফ্রি অক্সিজেন সেবা, অসহায়দের ঘরবাড়ি তুলে দেওয়া, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। করোনাকালে রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দিয়েছেন। ঘূর্ণিঝড়ের আগে রাস্তায় মাইকিং করতেও দেখা যায় তাঁকে। কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণেও কাজ করেন এ তরুণ। নদী-তীরবর্তী জেলেপল্লির শিশুদের জীবনমান উন্নয়নে কাজের পাশাপাশি রাস্তায় যে কোনো দুর্ঘটনায় রোগীদের ফার্স্টএইড সেবা দিয়ে হাসপাতালে নিয়ে যান। পথশিশুদের রঙিন স্বপ্ন দেখাতেও কাজ করেন তিনি। রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া, ক্যান্সারের রোগীসহ বিভিন্ন অপারেশনের জন্য নিজে নিয়মিত রক্তদান করেন এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করেন। ইতোমধ্যে তিনি নিজ উপজেলার বিভিন্ন স্কুল ও বাজারে ফ্রি ব্লাড গ্রুপিং-এর আয়োজন করেছেন। তৈরি করেছেন নতুন ভলান্টিয়ার। মঠবাড়িয়া উপজেলায় ‘মানবিক অভি’ নামে পরিচিত এ তরুণ। নিজের কার্যক্রম সম্পর্কে আব্দুল্লাহ আল অভি বলেন, ‘মানবিক কাজে কষ্ট থাকলেও অন্য রকম আনন্দ পাওয়া যায়। তাই এ কাজে আজন্ম নিজেকে নিয়োজিত রাখতে চাই। সেই সঙ্গে স্বেচ্ছাসেবক তৈরি করে যেতে চাই।’
- বিষয় :
- সামাজিক মাধ্যম