ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তরুণদের জন্য সহজ কোডিং

তরুণদের জন্য সহজ কোডিং

কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ‘সহজ কোডিং’ থেকে নিচ্ছে প্রশিক্ষণ

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪ | ২৩:৫২

নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই শিক্ষার্থীদের কোডিং নিয়ে কাজ করেন এমডি এন অকিব। গড়ে তোলেন দেশের অন্যতম এডটেক প্ল্যাটফর্ম সহজ কোডিং। প্রতিষ্ঠানটি মূলত দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। একজন শিক্ষার্থী মোটামুটি কলেজজীবন থেকে প্রোগ্রামিংয়ের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হতে থাকে। তবে যথাযথ ধারণা না থাকার কারণে ইউনিভার্সিটিতে গিয়ে হিমশিম খাওয়া শুরু করে। তিনি তাদের একটা বুটক্যাম্পে রেখে যথাযথ গাইডলাইন দেওয়ার চেষ্টা করেন এবং ক্যারিয়ারের সুযোগ করে দেন। বর্তমানে কলেজ ও ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার্থীদের অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে আইসিপিসি কেন্দ্রিক কম্পিটিটিভ প্রোগ্রামিং বুটক্যাম্প করে যাচ্ছেন। শিক্ষার্থীদের সমস্যার সমাধান স্কিল, ওওপি, ডেটাবেজ, কম্পিউটার নেটওয়ার্কিং শেখানোর মাধ্যমে ব্যাকেন্ড সফটওয়্যার ডেভেলপার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেন।
আগামীর পরিকল্পনার কথা জানতে চাইলে এমডি এন অকিব বলেন, ‘আগামীতে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এআই, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, কোয়ান্টাম প্রোগ্রামিং ইত্যাদি টপিকে ক্যারিয়ার ট্র্যাক অনলাইন বুটক্যাম্প শুরু করব এবং জব প্লেসমেন্ট সাপোর্টের মাধ্যমে তাদের ইন্ডাস্ট্রিতে অ্যান্ট্রি করতে হেল্প করব। বর্তমানে আমাদের পেইড বুটক্যাম্পে ৭০-এর বেশি শিক্ষার্থী এবং ফ্রি প্রোগ্রামে প্রায় চার হাজারের বেশি শিক্ষার্থী যুক্ত আছেন। আমাদের মিশন ও ভিশন হচ্ছে বাংলাদেশের সিএসই বা প্রোগ্রামিং পড়াশোনাকে সহজভাবে শিক্ষার্থীদের সামনে নিয়ে আসা। যেন তারা শিখতে ভয় না পায়, আগ্রহ তৈরি হয় এবং তাদের বিশ্বমানের টেক এক্সপার্ট হিসেবে গড়ে তোলা। এতে করে আমাদের দেশের টেক ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হবে, বাংলাদেশে কর্মসংস্থান বাড়বে, বাইরের দেশে আমাদের ইঞ্জিনিয়াররা চাকরি পাবেন এবং বিশ্বে আমাদের পরিচিতি বাড়বে।’ u
 

আরও পড়ুন

×