ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সফল হওয়ার জন্যই পথে নামুন...

সফল হওয়ার জন্যই  পথে নামুন...

রজার হ্যারপ

রজার হ্যারপ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ২৩:১৭

 যুক্তরাজ্যের আলোচিত সিইও এক্সপার্ট ও আন্তর্জাতিক বক্তা রজার হ্যারপ। বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া তাঁর গুরুত্বপূর্ণ  অনুপ্রেরণার কথা তুলে এনেছেন ইমাম হোসেন মানিক 

আমরা সবাই নিজের প্রশংসা শুনতে পছন্দ করি। এটি খুবই স্বাভাবিক ব্যাপার হলেও অনেকে ভুলে যান যে, তার নিজেরও কিছু খারাপ দিক আছে। আমি সেদিকটার কথাই বলতে চাইছি। মানে সবার আগে নিজের দুর্বলতা খুঁজে বের করুন। নিজের ভালো দিকটা সবাই জানে। তাই মন্দ দিকটা খুঁজে বের করা কঠিন। আপনার কাজের সঙ্গে এমন কাউকে জড়ান, যিনি শুধু আপনার ভালোটাই দেখবেন না, মন্দ দিকটাও আপনার সামনে তুলে ধরবেন সুন্দর করে।
অটুট রাখুন আস্থা
এবার সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে নিন। কী করতে চাচ্ছেন, কেন করবেন, এই কাজ থেকে আপনার আদৌ কোনো প্রফিট হবে কিনা, হলে সেটার পরিমাণ কত ইত্যাদি বিষয়ে প্রথমেই ছক কেটে নিন। এ ছাড়া আপনি যে কাজটা করতে যাচ্ছেন, সেই কাজের প্রতি আপনার আস্থা অটুট রাখতে হবে। আপনি যদি নিজের কাজের প্রতি বিশ্বাসভাজন না হন, তাহলে আপনার সহকর্মীরা কীভাবে রাখবেন? সুতরাং নিজের কাজের প্রতি নিজে সবার আগে বিশ্বাসী হোন।
ঝুঁকি নেওয়ার মতো মানসিক অবস্থা 
আপনার কাজের প্রতি মমতা রাখুন, ভালোবাসা রাখুন, শ্রদ্ধা রাখুন। আপনার সহকর্মীরা তাহলে সেই কাজে গুরুত্ব দেবেন। আপনি হেলাফেলা করার অর্থ হচ্ছে, সহকর্মীরা ধরে নেবেন এই কাজ ততটা গুরুত্বপূর্ণ নয়। সুতরাং সাবধান! এটাও মনে রাখবেন, ঝুঁকিহীন কোনো কাজ ভালো হয় না। তাই অবশ্যই ঝুঁকি নেওয়ার মতো মানসিক অবস্থা আপনার থাকতে হবে। বুকে রাখতে হবে সাহস। সাহস নিয়ে আস্থার সঙ্গে এগোলে সফলতা আসবেই।

বিকল্প রাস্তা অনুসরণ  
যা করছেন, তা থেকে সফলতা আসবেই– এমন ভাববেন না। যদি সফলতা না আসে, তাহলে কী করবেন? সবকিছু গোছগাছ করে থেমে যাবেন? কখনও সেটা করবেন না। বরং বিকল্প একটা রাস্তা খুঁজে ঠিক করে রাখুন। যদি আশানুরূপ না হয়, তাহলে যেন চটজলদি সেই বিকল্প রাস্তায় মুভ করতে পারেন। বিখ্যাত মারফির তত্ত্ব কখনও ভুলে যাবেন না– ‘যদি কোনো কাজে কোনো ভুল ধরা পড়ে, তাহলে বিকল্প রাস্তা অনুসরণ করাই শ্রেয়।’
শরীর নয়, কাজ করুন মাথা খাটিয়ে
কাজ করবেন মাথা খাটিয়ে, জোর করে নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সব সময় আনন্দ ও উপভোগের সঙ্গে কাজ করবেন। কখনও কাজকে বোঝা মনে করবেন না। তাহলে কাজ হয়ে পড়বে কঠিন থেকে কঠিনতর। একটা কথা ভুলে যাবেন না, কাজ করছেন নিজের স্বাচ্ছন্দ্য এবং আনন্দে থাকার জন্যই। সুতরাং এমন কিছু কেন করবেন, যেটা করতে অনেক কষ্ট হবে!
উপভোগ করুন জীবন
জীবনে আপনি যা-ই করুন না কেন, যেভাবেই করেন না কেন, জীবনটা উপভোগ করুন। যে কোনো কাজ থেকে আনন্দ খুঁজে বের করুন। আমাদের জীবন নানা দুঃখে ঘেরা– এটিও স্বীকার করতে হবে। তবু যতটা সময় পাওয়া যায়, যতটা আনন্দ খুঁজে বের করা যায়, তা করুন। এতে কাজে গতি পাবেন।  
সফল হওয়ার জন্যই পথে নামুন
নতুন অনেকেই কাজে নামার আগে দশবার ভাবেন। এই ভাবনাটা ভালো। তবে শুরুতেই নেতিবাচক বিষয় মাথায় নিয়ে কাজে নামবেন না। ইতিবাচক বিষয়টার কথাই বেশি ভাবুন। নতুন উদ্যোক্তা ১০০ জনের মধ্যে হয়তো ১০ জন সফল হন। আপনি সেই ১০ জনের একজন হতেই কাজে নামুন। এতে কেউ ঠেকাতে পারবে না আপনাকে। 

আরও পড়ুন

×