শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্ল্যাকার্ড হাতে ‘অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ডেভেলপমেন্ট পিরোজপুর’-এর স্বেচ্ছাসেবকরা...
রুবেল মিয়া নাহিদ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ | ২৩:১১
অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ডেভেলপমেন্ট পিরোজপুর কর্তৃক আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, মাদক, বাল্যবিয়ে ও যৌন হয়রানি নিয়ে প্ল্যাকার্ড কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মূল উদ্দেশ্য, সমাজ পরিবর্তন করে সুন্দর পরিবেশ তৈরি করা। অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ডেভেলপমেন্ট পিরোজপুর মূলত একটি সামাজিক উন্নয়ন সংস্থা, যেখানে কাজ করছেন পিরোজপুর শহরের সাধারণ শিক্ষার্থীরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্ল্যাকার্ডে কাজ করার স্থান ছিল জেলা শহীদ মিনার এবং রিজার্ভ পুকুর। তাদের সবার একটিই আবেদন, আপনারা আপনাদের চিন্তাধারা দিয়ে শহরকে সুন্দর করে গড়ে তুলতে একীভূত হোন।
তরুণরা বলেন, আপনার, আমার পরিকল্পনাই পারে আমাদের সমাজকে সুন্দর করে গড়ে তুলতে। এছাড়াও জীববৈচিত্র্য রক্ষা ও মশা-মাছিসহ ডেঙ্গুর উপদ্রপ কমাতে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব।
অ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ডেভেলপমেন্ট টিমের সদস্য ইবনুল রাহাত বলেন, ‘শুরুতে কেবল পিরোজপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলাই এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল। তবে এখন কেবল পিরোজপুর শহরই নয়; পুরো দেশকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমরা আমাদে কার্যক্রম পরিচালনা করছি। আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তারা দলবদ্ধভাবে বিভিন্ন বাজার, পথঘাট পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলে এবং এসব স্থানের সঙ্গে
সংশ্লিষ্টদেরও নির্দষ্ট স্থানে ময়লা ফেলতে উদ্বুদ্ধ করেন। u
- বিষয় :
- পরিচ্ছন্নতা অভিযান