ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এতিম শিশুর মুখের হাসি...

এতিম শিশুর মুখের হাসি...

সহায়তার পাশাপাশি শিশুর সঙ্গে এভাবেই সময় কাটান সুজন...

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:০৫

সমাজের অবহেলিত, অসহায় ও এতিম শিশুর পাশে দাঁড়িয়ে সাইফুল ইসলাম সুজন হয়ে উঠেছেন তাদের আপনজন। দীর্ঘদিন ধরে এতিম ও দরিদ্র শিশুর জন্য বিভিন্ন সামাজিক এবং কল্যাণমূলক কাজ করে আসছেন এই তরুণ। এতিমখানার শিশুরাও সুজনকে পেলে আনন্দে আত্মহারা হয়ে এঠে। শুধু আর্থিক সাহায্যই না, তাদের খাবার, পোশাক, শিক্ষাসামগ্রীর ব্যবস্থাও করেন সুজন। এ ছাড়াও এতিমখানায় গিয়ে তিনি তাদের সঙ্গে সময় কাটান। পড়াশোনার খোঁজখবরের পাশাপাশি দেন মানসিকভাবে সাহস। 
সুজনের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার ইরুয়াইন গ্রামে। ছোটবেলা থেকেই অভাব, দারিদ্র্যকে জয় করে সুজনের স্বপ্ন ছিল বড় হয়ে সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে কেমিস্ট্রিতে মাস্টার্স সম্পন্ন করে গ্রামের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। নিজের কাজ সম্পর্কে জানতে চাইলে সাইফুল ইসলাম সুজন বলেন, ‘মানুষ যদি এতিম এবং অসহায়দের পাশে দাঁড়ায় তবে একদিন ঠিকই এতিম শিশুদের কষ্ট কমে আসবে। তারাও স্বপ্ন দেখবে দেশ গড়ার। সুন্দর আগামীর জন্যই মানবিক এই কাজ আজন্ম অব্যাহত রাখতে চাই!’ u

আরও পড়ুন

×