ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চলাচলে আরাম দেবে মিনি ফ্যান

চলাচলে আরাম দেবে মিনি ফ্যান

ফাইল ছবি

নাদের হোসেন ভূঁইয়া

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ২৩:৪৫

চলছে বৈশাখ মাস। দেশে বইছে তীব্র তাপদাহ। তীব্র গরমে দৈনন্দিন জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাড়ছে রোগব্যাধি। এ গরমে কাজে বের হওয়া মানুষ কিংবা স্কুল-কলেজের উদ্দেশে বের হওয়া শিক্ষার্থীদের সামান্য শীতল অনুভূতি দিতে মিনি ফ্যান হতে পারে সহজ সমাধান। 

ছোট্ট একটি পাখা। দেখলে অনেকে হয়তো খেলনা হিসেবে অভিহিত করবে। কিন্তু খেলনা নয়। খুব প্রয়োজনীয় এ মিনি ফ্যান। সামান্য কয়েক গ্রাম ওজনের এই ফ্যান পাঁচ আঙুলের মধ্যে এঁটে যাবে। চাইলে আপনি হাত দিয়ে এদিক-ওদিক করে ভালোই বাতাস উপভোগ করতে পারবেন। এটি খুবই ছোট বিধায় যে কোনো সময় ব্যবহার করা যায়, পাশাপাশি চাইলে যাত্রাপথে নিয়ে বেরিয়ে পড়তে পারেন নির্দ্বিধায়। শিশুর গরম সহনীয় ক্ষমতা কম। তাই তাদের জন্য এই ফ্যান খুব উপকারী। দৃঢ় গঠন ও চাপ প্রতিরোধী হওয়ায় সহজে ভাঙার আশঙ্কা নেই। মজার বিষয় হলো, বাড়তি কোনো কেবল না থাকায় হ্যান্ড ফ্যান খুব সহজে স্থানান্তর করা যায়।

গতির ওপর নির্ভর করে এ ধরনের ফ্যান দৈনিক ৩ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। একটু ভালো মানের ফ্যান কিনলে ঘন ঘন চার্জ দেওয়ারও ঝামেলা পোহাতে হবে না। যারা রান্নাঘরে কাজ করেন, তাদের জন্য তীব্র গরমে কাজের সময় এই ফ্যান অনেক হেল্পফুল হতে পারে। মশা তাড়াতেও ব্যবহার করতে পারেন এই ফ্যান।
গত এক বছর ধরে মিনি ফ্যান ব্যবহার করা রায়হান বলেন, ‘আমি যখন কলেজের জন্য বের হই, আমার ব্যাগে এই ফ্যান নিয়ে আসি। যখনই খুব বেশি গরম অনুভূত হয়, আমি এটি ব্যবহার করি। ফলে নিজের সামান্য কুলিং ভাব অনুভূতি হয়।’

যারা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মিনি ফ্যান হাতে ধরে রাখা ভীষণ কষ্টকর। সে ক্ষেত্রে তারা বেছে নিতে পারেন নেক ফ্যান। এই ফ্যান যেমন উপকারী, তেমনি আবার রয়েছে অনেক অত্যাধুনিকতার সংমিশ্রণ। যেমন নেক ফ্যানে সুগন্ধি যুক্ত করা থাকে। আপনি যদি ঘামে ভিজেও যান, নেক ফ্যান ছেড়ে দিলে অল্প সময়ে শীতল হবেন। একই সঙ্গে ঘামের দুর্গন্ধও অস্বস্তিতে ফেলবে না। এ ফ্যান ঘাড়ে ঝুলিয়ে সহজেই ব্যবহার করতে পারেন। যারা ব্যায়াম করতে বের হন কিংবা গাড়ি চালান, তারা এই ফ্যান ব্যবহার করতে পারেন। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, এটি ব্যবহার করতে পারেন। তাই তো বর্তমানে এই ফ্যান চাহিদার শীর্ষে।

দরদাম: মিনি ফ্যানের ধরন অনুয়ায়ী দাম ভিন্ন ভিন্ন হতে পারে। সাধারণ মিনি চার্জার ফ্যান পাবেন ২০০ থেকে ৩৫০ টাকার মধ্যে। আর যদি মোটামুটি একটু ভালো মানের ফ্যান নিতে চান তাহলে ব্র্যান্ডভেদে গুনতে হবে ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। মিনিসো থেকে সুগন্ধি-সুবিধাযুক্ত হ্যান্ড ফ্যান ১ হাজার থেকে ২ হাজার টাকায় এবং স্ট্যান্ডযুক্ত হ্যান্ড ফ্যান ২ হাজার থেকে ৩ হাজার টাকায় কিনে নিতে পারেন। 

এ ছাড়া অনলাইনে আজকেরডিল থেকে স্টাইলিশ পোর্টেবল ও রিচার্জেবল ফ্যান কিনতে পারবেন। ইয়ো ইয়োসো, আরএফএলসহ ইলেকট্রনিকসের দোকানেও কেনা যাবে এসব পণ্য। 
নেক ফ্যানের দাম তুলনামূলক খুব বেশি নয়। ৪০০ থেকে ১ হাজার টাকায় পেয়ে যাবেন আপনার পছন্দের সব নেক ফ্যান। তবে একটু স্মার্ট কিংবা ভালো মানের নিতে হলে দাম পড়বে ৮০০ থেকে ২ হাজার টাকা। 

আরও পড়ুন

×