ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র বর্ষপূর্তি

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র বর্ষপূর্তি

বর্ষপূর্তি

শৈলী ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ০০:২৪

এক বছর পূর্তি উৎসব উদযাপন করেছে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’। ২৯ জুন সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে কল্যাণপুরের অভিজাত রেস্টুরেন্ট ‘কাচ্চি মাশাআল্লাহ’তে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে উদ্যোক্তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী দুই বোন সামিনা চৌধুরী ও ফাহমিদা নবী, পরিচালক চয়নিকা চৌধুরী এবং ফ্যাশন ডিজাইনার, বিশ্বরঙ-এর কর্ণধার ও উদ্যোক্তা ভূমির সভাপতি বিপ্লব সাহাসহ মিডিয়া অঙ্গনের জনপ্রিয় মডেল ও তারকারা। ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’-এর সদস্যরা সবাই একসঙ্গে হয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে আনন্দমুখর পরিবেশে হাসি, ঠাট্টা, গান আর স্মৃতিচারণের মাধ্যমে স্মরণীয় করে রাখেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আমাদের বুটিকশিল্পের মতো সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর এই এতগুলো বছরে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। আমাদের দুর্ভাগ্য এ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অবহেলিত ছিল। রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা নেই এখানে। সকল দায় যেন সব উদ্যোক্তার। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে পার্শ্ববর্তী যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দখলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এ যেন আমাদের নিজস্বতাকে, আমাদের ইতিহাসকে, ঐতিহ্যকে, আমাদের সংস্কৃতিকে পরাভূত করার নেশায় মত্ত তারা।  
আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার চেয়ে ধার করা সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।
বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বিশ্বরঙ-এর কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে  ২০২৪ সালে এ দিনটিতে পথ চলা শুরু করে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’। v
 

আরও পড়ুন

×