রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেলে কাবাব উইক

সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪ | ০৮:০৪
রাজধানীর বনানীতে অবস্থিত অন্যতম তারকা হোটেল রয়্যাল পার্ক হোটেলে শুরু হচ্ছে কাবাব উইক। প্রতিবছর জুলাইয়ের দ্বিতীয় শুক্রবার মহাসমারোহে উদযাপিত হয় ওয়ার্ল্ড কাবাব ডে। এরই ধারাবাহিকতায় এ বছর ১২ থেকে ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন লাঞ্চ ও ডিনারে চলবে এ আয়োজন। এ ছাড়া শুক্রবার হবে দুর্দান্ত কাবাব নাইট। বিশ্বজুড়ে ভোজনরসিকদের কাছে কাবাব মানেই ভিন্ন এক আকর্ষণের নাম। কাবাবপ্রেমীদের জন্য দিবসটি আরও উপভোগ্য করতে রয়্যাল পার্ক রেসিডেন্স আয়োজন করেছে এই কাবাব ইউক।
সম্পূর্ণ শ্রীলঙ্কান ব্যবস্থাপনায় পরিচালিত রয়্যাল পার্ক রেসিডেন্স ২৫ বছর ধরে বিশ্বমানের অতিথি সেবা, অথেন্টিক শ্রীলঙ্কান খাবারের পাশাপাশি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন অসাধারণ সব খাবারের আয়োজন করছে। কাবাব উইকটি শহরের অন্য অনেক আয়োজনের মধ্যে বেশ সাড়া ফেলবে বলে হোটেল কর্তৃপক্ষের বিশ্বাস। শ্রীলঙ্কান শেফ রাজীবা মেন্ডিসের হাতের তৈরি বাহারি সব নানা স্বাদের ধূমায়িত কাবাবের পাশাপাশি শ্রীলঙ্কান অথেন্টিক কিছু কাবাবও থাকবে। চিকেন অথবা মাছের কাবাবের দাম পড়বে ১ হাজার ২০০ টাকা। মিক্সড সিফুডের ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা থেকে দাম শুরু।
- বিষয় :
- পার্ক