ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঝকঝকে আয়নার জন্য

ঝকঝকে আয়নার জন্য

আয়না

ইসরাত জাহান

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ০১:২৭

আয়না ছাড়া ঘরের কথা চিন্তাই করা যায় না। কারণে-অকারণে আয়নার সামনে প্রতিদিন দাঁড়ানো হয়। নিজেকে দেখা হয় বারবার। কিন্তু প্রিয় আয়না যদি অপরিষ্কার ও ঘোলাটে হয়ে যায় তাহলে কেমন লাগে বলুন তো। ময়লা হলে দ্রুতই পরিষ্কার করা উচিত। অনেক সময় আয়না পরিষ্কারের জন্য হাতের কাছে লিকুইড থাকে না। আবার থাকলেও লিকুইড ব্যবহারের পরও দাগ বারবার ফিরে আসে। তাই আয়না পরিচ্ছন্ন ও ঝকঝকে রাখতে কিছু টিপস মেনে চলতে হবে।  
গরম পানির ব্যবহার: আয়না পরিষ্কারের সহজ সমাধান হিসেবে বেছে নিতে পারেন গরম পানি। উষ্ণ গরম পানিতে এক টুকরা সুতি কাপড় ভিজিয়ে চক্রাকারে আয়না ঘষতে পারেন। পরে অন্য আরেকটি শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন।
ভিনেগার ও পানি: এক কাপ পানির সঙ্গে এক কাপ সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এ মিশ্রণটি আয়নায় স্প্রে করুন এবং মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। ভিনেগারের অম্লত্ব আয়নার দাগ ও ময়লা দূর করতে সাহায্য করে এবং এর প্রাকৃতিক উপাদান আয়নাকে উজ্জ্বল করে।
গ্লাস ক্লিনার: বাজারে হরেকরকম গ্লাস ক্লিনার পাওয়া যাওয়া। গ্লাস ক্লিনার ময়লা ও ফিঙ্গারপ্রিন্ট দূর করতে সাহায্য করে এবং আয়নাকে চকচকে রাখে। যে কোনো গ্লাস ক্লিনার নিয়ে তা আয়নায় স্প্রে করুন এবং একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।
ডিস্টিল্ড ওয়াটার: আমরা অনেক সময় আয়না পরিষ্কারে সাধারণ পানি ব্যবহার করি। পানির পরিবর্তে আয়না পরিষ্কারে ডিস্টিল্ড ওয়াটার ব্যবহার করতে পারেন। একটি পরিষ্কার কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না মুছে দেখুন। ফলাফল সহজেই চোখে পড়বে।
শেভিং ক্রিম: শেভিং ক্রিম আয়নায় মাখিয়ে একটি নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। এটি আয়না পরিষ্কার করে এবং বাষ্প জমার সমস্যা দূর করে। বিশেষ করে বাথরুমের আয়নার ক্ষেত্রে এ পদ্ধতি মানতে পারেন। 
টুথপেস্টের ব্যবহার: একটি নরম কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে আয়নার দাগযুক্ত স্থানে ঘষুন। তারপর পানি দিয়ে ধুয়ে নিন। টুথপেস্ট যে কোনো কঠিন দাগ দূর করতে সহায়তা করে।
পানি ও ওয়াশিং লিকুইড: আয়নায় কোনো তৈলাক্ত দাগ থাকলে তা দূর করতে ব্যবহার করতে পারেন ওয়াশিং লিকুইড। গরম পানিতে ওয়াশিং লিকুইড মিশিয়ে তা একটি বোতলে নিয়ে আয়নায় স্প্রে করবেন। এরপর একটি স্পঞ্জ নিয়ে তা দিয়ে চক্রাকারে আয়না পরিষ্কার করে নেবেন।
বেকিং সোডা ও লেবুর রস: এক টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এ পেস্টটি আয়নার দাগযুক্ত জায়গায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। পরে একটি মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। লেবুর প্রাকৃতিক অ্যাসিডিক গুণাবলি দাগ দূর করতে সাহায্য করে এবং বেকিং সোডা আয়নার উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
গ্লিসারিন: আয়নায় গ্লিসারিন মাখিয়ে নরম কাপড় দিয়ে মুছে ফেলুন। গ্লিসারিন আয়না মসৃণ রাখে এবং পানি জমার কারণে দাগ পড়ার সমস্যা দূর করে।
চা পাতার নির্যাস: চা পাতা গরম পানিতে ফুটিয়ে ঠান্ডা করে আয়নায় স্প্রে করুন। মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। চা পাতার ট্যানিন আয়নার ময়লা ও দাগ দূর করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে। নিয়মিত পরিষ্কার রাখলে আয়নায় ময়লা জমার সুযোগ কম থাকে এবং আয়না দীর্ঘসময় উজ্জ্বল থাকে। v

সূত্র: ম্যাজেস্টিক গ্লাস 

আরও পড়ুন

×