ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

গাঢ় সাজে

গাঢ় সাজে

সাজ

ফাতেমা তুজ জোহরা 

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ০১:২৮

ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকে জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা নিত্যনতুন মেকআপ হ্যাকস নিয়ে হাজির হন। সেসব হ্যাকস-টিউটোরিয়াল হলিউড অভিনেত্রী থেকে শুরু করে অসংখ্য মানুষ অনুসরণ করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ল্যাতে মেকআপ গত বছর ট্রেন্ডি ছিল। এ বছর ফ্যাশনিস্তা ও রূপ সচেতনদের মনে জায়গা করে নিয়েছে এসপ্রেসো মেকআপ। এটি হলো ল্যাতে মেকআপের আপডেটেড ভার্সন এবং অপেক্ষাকৃত গাঢ় সাজ। হলিউডের অনেক অভিনেত্রী তো বটেই, বলিউডের রাকুল প্রীত সিংসহ অনেকে গা ভাসিয়েছেন এ ট্রেন্ডে। বিশেষ করে যারা কফি পান করতে ভালোবাসেন, তাদের পছন্দের শীর্ষে রয়েছে মেকআপের এ বিশেষ ধারা। 
ইতালিয়ান এসপ্রেসো শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক কাপ গাঢ় বাদামি রঙের সুস্বাদু কফি। বিশ্বজুড়ে যার রয়েছে বিপুল জনপ্রিয়তা। এখন শুধু কফিই নয়, এসপ্রেসো থিম মেকআপেরও প্রচলন শুরু হয়েছে। এসপ্রেসো মেকআপ হলো একটি গাঢ় কফি শেডের মেকআপ লুক। এ লুকটি সাধারণত ডিপ ব্রাউন, চকলেট ও এসপ্রেসো রঙের বিভিন্ন শেড দিয়ে তৈরি করা হয়। বিগত বছরে যেমন ল্যাতে মেকআপ লুক নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছিল, তেমনই বর্তমানে এসপ্রেসো মেকআপ লুক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমেরিকার গায়িকা ও অভিনেত্রী সাবরিনা কার্পেন্টার এসপ্রেসো মেকআপ লুক ক্রিয়েট করেন। এর পর তা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে। হলিউড, বলিউড অভিনেত্রীদের মধ্যে এখন এ মেকআপ লুকের প্রচলন বেশি দেখা যাচ্ছে। 
এসপ্রেসো মেকআপে বাদামি আভা বেশি ফুটিয়ে তোলা হয়। এ মেকআপের মূল বিষয়বস্তুই হলো ‘আন্ডারটোন’। এটি ফরমাল থেকে ক্যাজুয়াল যে কোনো আউটফিটের সঙ্গে সহজেই মানিয়ে যায়। খুব সহজ পদ্ধতিতে এ মেকআপ লুকটি করা হয়। তাই অফিস, আড্ডা, বন্ধুদের সঙ্গে আউটিং, ক্যাজুয়াল ঘোরাফেরা সব সময় এ মেকআপ লুক আপনাকে অনন্য করে তুলবে। যাদের ন্যুড শেডের মেকআপ পছন্দ, তারা নিঃসংকোচে এ মেকআপ লুকটি ক্রিয়েট করতে পারেন। 
এসপ্রেসো মেকআপ লুক ক্রিয়েট করার জন্য প্রথমে ভালোভাবে ত্বক প্রস্তুত করতে হবে। মেকআপের আগে ফেসওয়াশ দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগান। এর পর একটি ভালো মানের প্রাইমার ব্যবহার করুন।
ফাউন্ডেশন ও কনসিলার: এসপ্রেসো মেকআপের মূল বিষয় হলো ব্রাউনিস আন্ডারটোন। তাই ত্বকের রঙের সঙ্গে মিল রেখে সঠিক শেডের ফাউন্ডেশন ও কনসিলার ব্যবহার করুন। ত্বকের বিভিন্ন খুঁত যেমন পোরস, ব্রণ, ব্রণের দাগ, ডার্ক সার্কেল ঢাকার জন্য কালার কারেকটিং করুন এবং কনসিলার লাগিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। হালকা পাউডার দিয়ে বেস মেকআপ সেট করে নিন। অন্যান্য মেকআপ লুকের তুলনায় এসপ্রেসো মেকআপে বেজ সেট করার জন্য কম পাউডার ব্যবহার করুন। 
চোখের মেকআপ: প্রথমে শার্প করে আইব্রো ড্র করে নিন। এর পর একটি হালকা ব্রাউন বা এসপ্রেসো শেডের আইশ্যাডো চোখের পাতায় লাগিয়ে বেজ তৈরি করে নিন। ক্রিজলাইন ও চোখের কোনায় গাঢ় ব্রাউন শেড ব্যবহার করুন। এ আইলুক একদমই ন্যাচারাল হতে হবে। এ কারণে এই লুকে ব্লেন্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভালোভাবে ব্লেন্ড করে নিন। এর পর গোল্ডেন সিমার ব্যবহার করুন চোখের পাতার মাঝ বরাবর। স্মোকি আইলুক পেতে চোখের নিচে হালকা ব্রাউন আইশ্যাডো লাগিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এর পর গাঢ় ব্রাউন অথবা কালো আইলাইনার এবং মাসকারা ব্যবহার করুন। এসপ্রেসো মেকআপের আইলুক খুবই সাধারণ হয়ে থাকে। এর ব্রাউনিশ আইলুক পুরো মেকআপকে ন্যাচারাল করে তোলে।
ব্রোঞ্জার ও ব্লাশন: এসপ্রেসো মেকআপের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ব্রোঞ্জার ও ব্লাশন। গালের উঁচু অংশ, ডাবল চিন, নাকের দু’পাশে ও কপালের উপরিভাগে ব্রোঞ্জার লাগিয়ে নিন। এর ফলে মুখে উষ্ণতা তৈরি হবে এবং মুখের আকৃতি সুন্দর দেখাবে। এর পর ব্রাউন বা পিচ শেডের ব্লাশনগুলো ব্যবহার করুন। সাধারণত এসপ্রেসো মেকআপের ব্লাশন হিসেবে ব্যবহার করা হয় ডার্ক মভ, টেরাকোটা, ব্রাউন, অ্যাপ্রিকট এ ধরনের শেডের ক্রিম ব্লাশনগুলো; যা মুখে পুরোপুরিভাবে ন্যাচারাল এসপ্রেসো কফির আন্ডারটোন এনে দেয়।
লিপস্টিক যেমন হবে: এসপ্রেসো মেকআপ লুককে সবকিছুই ব্রাউনিস টোনের মধ্যে রাখা হয়। লিপস্টিকও এর ব্যতিক্রম নয়। তাই ঠোঁটে ডিপ ব্রাউন, ন্যুড, ডিপ মভ বা এসপ্রেসো শেডের লিপস্টিক ব্যবহার করুন। আবার গাঢ় ব্রাউন লিপলাইনার দিয়ে ঠোঁট আঁকিয়ে হালকা ব্রাউন লিপগ্লসও ব্যবহার করতে পারেন। স্মুথ ফিনিশিং আনতে ম্যাট লিপস্টিক ব্যবহার করুন।
হাইলাইটার: নাক, কপাল, থুতনি ও গালের ওপরে হালকা হাইলাইটার লাগিয়ে মুখকে উজ্জ্বল করুন। ক্রিম অথবা লিকুইড হাইলাইটার ব্যবহার করুন যেন গ্লোয়িং আরও বেশি ন্যাচারাল দেখা যায়। এ ক্ষেত্রেও শেডের ব্যাপারে সচেতন হতে হবে। ব্রাউন অথবা ওয়ার্ম শেডের হাইলাইটারগুলো বেছে নিন। সর্বশেষে ভালো মানের সেটিং স্প্রে দিয়ে মেকআপ সেট করে নিন। এতে এটি দীর্ঘস্থায়ী হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, এসপ্রেসো মেকআপ লুক রাত ও দিন উভয় সময়ের প্রোগ্রামের জন্যই মানানসই। তবে কিছুটা ভিন্নতা আছে। রাতের কোনো প্রোগ্রামে এই লুক একটু গাঢ় শেডের মধ্যে করতে হবে আর দিনে তুলনামূলক হালকা শেড হবে। 
এসপ্রেসো মেকআপের বৈশিষ্ট্য: এসপ্রেসো মেকআপের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এটি খুবই কাস্টমাইজেবল। বিভিন্ন স্কিনটোন ও মেকআপ স্টাইলের সঙ্গে এটি সহজেই মানিয়ে যায়। এর ব্রাউনিশ শেডগুলো যে কোনো স্কিনটোনের জন্য উপযুক্ত এবং এটি মেকআপের অন্য উপাদানগুলোর সঙ্গে সহজেই মিশে যায়।          এ লুক ক্রিয়েট করা খুবই সহজ অথচ এটি দেখতে অনেক বেশি প্রফেশনাল হয়ে থাকে। তাই যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য উপযুক্ত এ মেকআপ। এসপ্রেসো মেকআপ কেবল ব্যক্তিগত স্টাইলেই নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক ফ্যাশন ট্রেন্ডের অংশ হিসেবেও উঠে এসেছে। এটি ফ্যাশন ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখায় যেমন– মডেলিং, সিনেমা, টেলিভিশন এবং ডিজাইনার ফ্যাশনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
এসপ্রেসো মেকআপ কারা করেন: যারা সাহসী, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় লুক পছন্দ করেন, তারাই এ লুকটি করে থাকেন। বর্তমানে বিশ্বের অনেক দেশেই বিভিন্ন সেলিব্রিটিদের মধ্যে এ মেকআপের দেখা মিলছে। বিশেষ করে যাদের ত্বক গাঢ় শেডের, তারা এ মেকআপ লুক দিয়ে নিজেদের আরও বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তুলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বর্তমানে টিকটিক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে বিউটি ইনফ্লুয়েন্সারদের এ লুক ক্রিয়েট করতে দেখা যাচ্ছে। 
এসপ্রেসো মেকআপ সম্প্রতি ফ্যাশন জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। বিশেষত, রাতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এ মেকআপ লুকটি খুব জনপ্রিয়। এটি গাঢ় ও আকর্ষণীয় হওয়ায় খুব সহজেই নজর কাড়ে। এসপ্রেসো মেকআপ শুধু একটি ফ্যাশন ট্রেন্ডই নয়, বরং এটি একটি নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। মেকআপের এ ট্রেন্ডটি শুধু বর্তমান সময়েই নয়, ভবিষ্যতেও ফ্যাশন দুনিয়ায় জায়গা করে নেবে বলে আশা করা যায়। এসপ্রেসো মেকআপের এ জনপ্রিয়তা শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, অফলাইন ফ্যাশন শো এবং মেকআপ টিউটোরিয়ালগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে। v

মডেল : তমা; মেকওভার : রেড বাই আফরোজা পারভীন
ছবি : ফয়সাল সিদ্দিক কাব্য
 

আরও পড়ুন

×