বিদ্যুৎ বিল কমানোর উপায়

.
ইসরাত জাহান
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪ | ০০:১৮
জেনে বা না জেনে আমরা বিদ্যুতের অপচয় করি। অকারণে ফ্যান কিংবা এসি ছেড়ে ঘরের বাইরে চলে যাই। মাল্টি প্লাগে দিনের পর দিন চার্জার লাগিয়ে রাখি। এতে মাস শেষে বিলের অঙ্কটা অনেক বেড়ে যায়। তাই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিল সাশ্রয়ে আমাদের সচেতন হওয়া উচিত।
বিদ্যুৎ বিল সাশ্রয়ের উপায়
এলইডি বাল্ব ব্যবহার : শক্তি সাশ্রয়ের প্রথম ধাপ হলো বাড়িতে এলইডি বাল্ব ব্যবহার। ঐতিহ্যবাহী ইনক্যান্ডেসেন্ট বাল্বের তুলনায় এলইডি বাল্ব ৭৫-৮০ শতাংশ কম বিদ্যুৎ ব্যবহার করে এবং স্থায়িত্বের সময় ২৫ গুণ বেশি হয়। নির্দিষ্ট সময় পরপর বাতিগুলো পরিষ্কার করুন। টিউবলাইট ও অন্যান্য বাতিতে ময়লা জমলে তা ৫০ শতাংশ আলো শোষণ করে। এতে আলোর উজ্জ্বলতা কমে যায়।
প্রাকৃতিক আলো ব্যবহার: প্রাকৃতিক আলো ব্যবহার করার অভ্যাস তৈরি করুন। দিনের বেলায় লাইট বন্ধ রাখুন এবং জানালা খোলা রেখে প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ দিন। যত ভোরে সম্ভব ঘুম থেকে ওঠা ও রাতে দ্রুত ঘুমিয়ে যাওয়ার অভ্যাস করুন। প্রাকৃতিক আলো ব্যবহার করলে বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।
স্মার্ট প্লাগ ব্যবহার: বিদ্যুৎ বিল সাশ্রয়ে আপনি ব্যবহার করতে পারেন স্মার্ট প্লাগ। এ ক্ষেত্রে আপনি ইলেকট্রনিকস ডিভাইসগুলোর জন্য এমন একটি গ্যাজেট নির্ধারণ করতে পারেন, যা স্বয়ংক্রিয়ভাবে চালু ও বন্ধ হয়। আপনি চাইলে টিপি-লিঙ্ক কাঁসা স্মার্ট ওয়াইফাই প্লাগ ব্যবহার করতে পারেন।
সোলার হিটার ব্যবহার: পানি গরম করার জন্য বৈদ্যুতিক হিটারের পরিবর্তে সোলার হিটার ব্যবহার করা একটি চমৎকার বিকল্প। সোলার হিটার বিদ্যুৎ সাশ্রয় এবং বিল সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করে।
ডিশওয়াশার, ওয়াশিং মেশিনের ব্যবহার: ডিশওয়াশার ও ওয়াশিং মেশিনে পূর্ণ লোড না দিয়ে চালানো হলে তা বিদ্যুৎ অপচয়ের কারণ হয়। এ যন্ত্রগুলো পূর্ণ লোডে চালানো হলে বিদ্যুৎ ও পানির সাশ্রয় হয়।
চার্জার ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখুন: ব্যবহারের পর চার্জার ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীর প্লাগ খুলে রাখুন। অনেক ডিভাইস স্ট্যান্ডবাই মোডে থাকা সত্ত্বেও বিদ্যুৎ খরচ করতে থাকে। আবার বন্ধ করলেও বিদ্যুৎ খরচ হয়। এজন্য কোনো বৈদ্যুতিক সামগ্রী ব্যবহারের পর সকেট থেকে প্লাগ খুলে রাখুন।
অপ্রয়োজনে ডিভাইস বন্ধ রাখুন: ব্যবহার শেষে ডিভাইস বন্ধ রাখুন। কম্পিউটার, টেলিভিশন সারারাত ছেড়ে রাখবেন না। এতে বিদ্যুতের অপচয় হয়। স্মার্ট টিভিতে সময় সেট করে রাখা যায়। প্রয়োজনে সময় সেট করে রাখুন। তাহলে নির্দিষ্ট সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
এক্সজস্ট ফ্যান বন্ধ রাখুন: অনেকে রান্নার পরও অপ্রয়োজনে এক্সজস্ট ফ্যান চালিয়ে রাখেন। এতে বিদ্যুৎ অপচয় হয়। রান্নাঘরের এক্সজস্ট বা নিষ্কাশন ফ্যান চালিয়ে না রেখে শুধু প্রয়োজনের সময় ব্যবহার করুন।
স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার: স্মার্ট হোম প্রযুক্তি যেমন স্মার্ট থার্মোস্ট্যাট, স্মার্ট লাইট এবং স্মার্ট প্লাগ ব্যবহার করলে আপনি দূর থেকে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। স্মার্ট হোম প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন।
এসি সার্ভিসিং করুন বিদ্যুৎ খরচ বাঁচাতে নির্দিষ্ট সময় পরপর দক্ষ লোক দিয়ে এসি সার্ভিসিং করান। দীর্ঘদিন সার্ভিসিং না করালে বিদ্যুৎ খরচ বেশি হয়। শুধু তাই নয়, বাসায় এসির তাপমাত্রা ২৬ থেকে ২৭-এর মধ্যে রাখুন। বিল সাশ্রয়ে ইনভার্টার এসি ব্যবহার করুন। v
সূত্র: এনআরডিসি
- বিষয় :
- বিল পাস