ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পাতার মোমবাতি

পাতার মোমবাতি

.

নুরুল্লাহ আলম নুর

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪ | ২২:১৬

পৃথিবীর বিভিন্ন প্রান্তে মোমবাতি ঘরের সৌন্দর্য বৃদ্ধি এবং আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখন মানুষ পাতা দিয়ে মোমবাতি তৈরি করছে। মোমের পাশাপাশি পাতা ব্যবহার করে মোমবাতি তৈরি করার ধারণা একেবারেই নতুন ও  আকর্ষণীয়। এই মোমবাতিগুলো শুধু আলোর উৎসই নয়, বরং ঘরের সজ্জায়ও আনতে পারে ভিন্নতা।
পাতার মোমবাতির উৎপত্তি মূলত দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে ভারতে, যেখানে প্রাকৃতিক উপাদানের ব্যবহার সর্বাধিক হয়। স্থানীয় কারিগররা পাতা ও অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরের সজ্জার জন্য নতুন ধরনের পণ্য তৈরি করেন। পাশাপাশি ইউরোপ-আমেরিকার কিছু দেশেও এই ধরনের মোমবাতির জনপ্রিয়তা বাড়ছে। সেখানে বিভিন্ন নকশার মোমবাতি বানানো হয়, যা ঘরের সজ্জায় নতুনত্ব এনে দেয়। বর্তমানে বাংলাদেশে পাতার মোমবাতি তুলনামূলক নতুন ধারণা হলেও ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
প্রাকৃতিক উপাদানের শৈল্পিক মিশ্রণ
পাতার মোমবাতি তৈরি করতে লাগে খুবই সামান্য উপকরণ। যেমন– কিছু শুকনো পাতা, মোম ও সুতির সলতা। এই মোমবাতি তৈরি করতে প্রথমে পাতাগুলোকে হালকা গরম মোমে ডুবিয়ে শুকিয়ে নিতে হবে। এর পর পাতাগুলো মোমবাতির গায়ে সংযুক্ত করতে হবে, যা মোমবাতিতে একটি প্রাকৃতিক এবং শৈল্পিক ছাপ যোগ করবে।
গন্ধ ও সৌন্দর্যের মিশ্রণ
পাতার মোমবাতির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এগুলো থেকে প্রাকৃতিক গন্ধও ছড়াতে পারে। উদাহরণস্বরূপ, তেজপাতা বা এ জাতীয় পাতা ব্যবহার করে মোমবাতি তৈরি করলে এটির জ্বলন্ত অবস্থায় সেই পাতার হালকা গন্ধ ঘরজুড়ে ছড়িয়ে পড়বে। এটি শুধু ঘরের শোভাই বাড়াবে না, বরং সুগন্ধ ছড়িয়ে ঘরের পরিবেশকে মোহনীয় করবে।
ডেকোরেশন বা উপহারের জন্য উপযুক্ত
বিশেষ কোনো উৎসব বা পার্টিতে ঘর সাজাতে পাতার মোমবাতি ব্যবহার করতে পারেন। কোনো বিশেষ কর্নার সাজাতেও এ মোমবাতি ব্যবহার করতে পারেন। চাইলে কাউকে উপহারও দিতে পারেন। আপনি এটি বিভিন্ন আকারের পাতায়, বিভিন্ন রঙের মোমে এবং বিভিন্ন আকৃতির মোমবাতিতে ব্যবহার করতে পারবেন, যা উপহার হিসেবে অনন্য এবং সৃজনশীলতার পরিচায়ক হবে।
প্রাকৃতিক ও পুনঃব্যবহারযোগ্য
পাতার মোমবাতি তৈরি একটি পরিবেশবান্ধব এবং পুনঃব্যবহারযোগ্য পদ্ধতি। এটি কোনো রাসায়নিক দ্রব্য বা পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান বহন করে না। শুকনো পাতা সংগ্রহ করে এবং মোম ব্যবহার করে আপনি ঘরে বসেই এটি তৈরি করতে পারবেন। এটি আপনার ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশের সুরক্ষায়ও ভূমিকা রাখবে।
প্রাপ্তিস্থান 
ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য বড় শহরের কিছু নির্দিষ্ট ক্রাফট মার্কেট ও অনলাইন প্ল্যাটফর্মে এই মোমবাতি পাওয়া যায়। বিশেষ করে হস্তশিল্প মেলা, বিভিন্ন উদ্যোক্তা মেলায় মোমবাতি পেয়ে যাবেন। হ্যান্ডমেড প্রডাক্টস শপ থেকেও মোম কেনা যাবে।
দাম
পাতার মোমবাতির দাম মূলত মোমবাতির আকার, পাতা ও নকশার ওপর নির্ভর করে। সাধারণত বাজারে এগুলো ১০০ থেকে ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে কিছু নকশার মোমবাতি ১ হাজার টাকা বা তার বেশি দামেরও হয়ে থাকে। v

আরও পড়ুন

×