বাড়িতেই থার্টিফার্স্ট নাইট

ফাইল ছবি
ইসরাত জাহান
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৩:৪২
থার্টিফার্স্ট নাইট বছরের শেষ দিন। একইসঙ্গে নতুন বছরকে স্বাগত জানানোর একটি বিশেষ সময়। অনেকেই এদিন বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এ দিনটি উদযাপনে কিছু সৃজনশীল ও আনন্দদায়ক পরিকল্পনা করলে তা হতে পারে স্মরণীয়।
পরিকল্পনা করুন শুরুতেই
যে কোনো সফল আয়োজনের জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা খুব জরুরি। অতিথি তালিকা তৈরি করুন এবং সিদ্ধান্ত নিন– এটি পারিবারিক আয়োজন হবে নাকি বন্ধুবান্ধবদের নিয়ে বড়সড় পার্টি। এর ওপর নির্ভর করে খাবার, ডেকোরেশন এবং অন্য বিষয়গুলো ঠিক করা সহজ হবে।
ইনডোর ক্যাম্প
সুন্দর সময় কাটাতে এবং দিনটি স্মরণীয় করে রাখতে ইনডোর ক্যাম্পের আয়োজন করতে পারেন। বাসার ছাদে বা বাড়ির সামনে খালি জায়গায় পরিবারের সবাই মিলে বা বন্ধুদের সঙ্গে তাঁবু টানিয়ে রাতটা উদযাপন করতে পারেন। মনে রাখবেন, ইনডোর ক্যাম্পিং মুভি, স্ন্যাকস এবং গেমস ছাড়া অসম্পূর্ণ।
বারবিকিউ পার্টি
আনন্দের মাত্রাকে আরও দ্বিগুণ করতে বারবিকিউ পার্টির আয়োজন করতে পারেন, যা নতুন বছরের পার্টির মজাটা আরও বাড়াবে।
ডেকোরেশনে আনুন উৎসবের ছোঁয়া
ডেকোরেশন থার্টিফার্স্ট নাইটের আয়োজনকে আলাদা মাত্রা দেয়। আপনার বাড়ির প্রধান স্থানগুলোকে সাজান আলো, রঙিন কাগজ, বেলুন এবং ফেয়ারি লাইট দিয়ে। নতুন বছরের জন্য একটি কাউন্টডাউন ঘড়ি বা ব্যানার তৈরি করতে পারেন। যদি সম্ভব হয় টেবিলে কিছু সেন্টারপিস রাখুন, যেমন মোমবাতি বা ছোট পুষ্পসজ্জা।
হোমমেইড খাবারের মেন্যু
খাবার যে কোনো আয়োজনের প্রাণ। ঘরোয়া খাবার বানাতে পারেন, যাতে সবার পছন্দ অনুযায়ী কিছু না কিছু থাকে। স্টার্টারে রাখতে পারেন চিকেন স্যুপ, ভেজিটেবল কাটলেট বা ফ্রেঞ্চ ফ্রাই। মেইন কোর্সে থাকুক পোলাও, বিরিয়ানি, চিকেনকারি বা ভেজিটেবল পাস্তা। ডেজার্ট আইটেমে রাখুন কাস্টার্ড, কেক বা ঘরে তৈরি পুডিং। অন্যদিকে স্ন্যাকস হিসেবে চকলেট, চিপস বা পপকর্ন রাখতে পারেন।
খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা
অতিথিদের আনন্দ দিতে বিভিন্ন খেলার আয়োজন করতে পারেন। লুডু, ক্যারম বা তাশ খেলার আয়োজন করতে পারেন। নতুন বছরের সঙ্গে সম্পর্কিত কুইজ বা মজার চারাডস খেলতে পারেন। ঘরের একটি অংশকে ড্যান্স ফ্লোর বানিয়ে কিছু মিউজিক বাজিয়ে দিন। সবার মুড ভালো হয়ে যাবে। বাচ্চাদের জন্য একটি আলাদা গেম জোন বানাতে পারেন, যেখানে তারা চিত্র আঁকা বা খেলাধুলা করতে পারে।
থিম পার্টির আয়োজন করুন
থিম পার্টি বাড়ির পরিবেশে ভিন্নমাত্রা যোগ করে। থিম হতে পারে ক্যাজুয়াল বা ফরমাল। যেমন ‘রেট্রো নাইট’, ‘ব্ল্যাক অ্যান্ড গোল্ড’ বা ‘পাজামা পার্টি’। সবাইকে থিম অনুযায়ী পোশাক পরতে বললে পুরো আয়োজনটি আরও জমকালো হয়ে উঠবে।
কাউন্টডাউন এবং নতুন বছরের শুভেচ্ছা
নতুন বছর শুরু হওয়ার সময়টি কাউন্টডাউন করে উদযাপন করুন। ঠিক রাত ১২টায় সবাই একসঙ্গে করতালিতে নতুন বছরকে স্বাগত জানাতে পারেন। এরপর সবাই নিজেদের নতুন বছরের শুভেচ্ছা শেয়ার করতে পারেন।
শুভেচ্ছা উপহার
ছোট ছোট উপহারের ব্যবস্থা করুন, যা অতিথিদের বিদায় বেলায় দেওয়া যায়। এটি হতে পারে চকোলেট, ফটো ফ্রেম বা ঘরে বানানো কিছু জিনিস। এই উপহারগুলো আয়োজনের স্মৃতি আরও দীর্ঘস্থায়ী করবে।
পরিবেশ বান্ধব থাকুন
ডেকোরেশন বা আয়োজনের সময় পরিবেশের কথা মাথায় রাখুন। প্লাস্টিকের পরিবর্তে কাগজ বা বায়োডিগ্রেডেবল জিনিস ব্যবহার করুন। ঘরে বসেই যেসব উপকরণ সহজলভ্য, সেগুলো দিয়ে সাজান।
আতশবাজি
নতুন বছরকে বরণ করে নিতে চারদিকে আতশবাজি ফোটানো হয়। এ ক্ষেত্রে পরিবেশের যেমন ক্ষতি হয়, ঠিক তেমনি শিশু, বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা নারীর জন্যও ক্ষতিকর। তাই এ ক্ষেত্রে সচেতন হতে হবে।
নিরাপত্তা বজায় রাখুন
উৎসবের আনন্দে নিরাপত্তার দিকটি ভুলে গেলে চলবে না। মোমবাতি বা আলোর ব্যবস্থায় সাবধান থাকুন। এ ছাড়া বাড়িতে শিশু ও বয়স্ক মানুষ থাকলে তাদের সুবিধার দিকে খেয়াল রাখুন।
পরিবারের সঙ্গে সময় কাটান
উৎসবের সবচেয়ে বড় উদ্দেশ্য পরিবারের সঙ্গে সময় কাটানো। তাই কাজের চাপ কমানোর জন্য সবার সঙ্গে কাজ ভাগ করে নিন। আয়োজন যত বড়ই হোক না কেন, পরিবারের সঙ্গে হাসি-আনন্দের মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান। v
সূত্র: ক্যামিল স্টাইলস
- বিষয় :
- থার্টিফার্স্ট নাইট