স্কুলগামী শিশুর পায়ের যত্নে অ্যান্টিব্যাকটেরিয়াল জুতা

জুতা
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫ | ২৩:০৬
নতুন বছর স্কুল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শিশুর ছোটাছুটিও শুরু হয়ে যাবে। তাই স্কুল শুরুর আগে সন্তানকে পুরোপুরি তৈরি করাটা জরুরি। এ জন্য সন্তানের স্কুলের জার্নিতে ওকে সব সময় সুরক্ষিত রাখতে চাই ‘বাটা বি-ফার্স্ট অ্যান্টিব্যাকটেরিয়াল স্কুল শু’।
শিশুরা ক্লাসের ফাঁকে সারাদিন বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি, লাফালাফি, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। এ ক্ষেত্রে তারা যে স্কুল শু ব্যবহার করে, সেটি যেন আরামদায়ক ও টেকসই হয়– সে বিষয়ে খেয়াল রাখতে হয় মা-বাবাকে। এ ছাড়া অনেক শু রয়েছে, যা একটানা দীর্ঘ সময় পরে থাকার কারণে পা ঘেমে স্যাঁতসেঁতে হয়ে যায় আর চারপাশে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা থাকে। শিশুর পা অত্যন্ত কোমল হওয়ায় ঘাম থেকে জন্মানো ব্যাকটেরিয়া তাদের দ্রুত আক্রমণ করে। ফলে শিশুরা অসুস্থ হতে পারে, যা মূলত এই ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এ ক্ষেত্রে ‘বাটা বি-ফার্স্ট অ্যান্টিব্যাকটেরিয়াল স্কুল শু’ হচ্ছে শিশুর জন্য সেরা অপশন।
‘বাটা বি-ফার্স্ট অ্যান্টিব্যাকটেরিয়াল স্কুল শু’ খুবই আরামদায়ক ও টেকসই। এ ছাড়া এটি ঘাম থেকে হওয়া ব্যাকটেরিয়া থেকে সুরক্ষিত রাখে আর ঘামের দুর্গন্ধও প্রতিরোধ করে। শিশু স্কুলে যতই দৌড়াদৌড়ি, লাফঝাঁপ আর খেলাধুলা করুক না কেন, এ কারণে তাদের সুরক্ষা নিয়ে মা-বাবা থাকেন নিশ্চিন্তে।
এই বিশেষ রেঞ্জে রয়েছে দুই ধরনের জুতা– সাদা ও কালো, যা স্কুল ইউনিফর্মের সঙ্গে পুরোপুরি মানানসই। বাটা বি-ফার্স্ট অ্যান্টিব্যাকটেরিয়াল স্কুল শু দেখতে যেমন স্টাইলিশ, তেমনি আরামদায়ক ও টেকসই। সাদা জুতা স্কুলের প্রাত্যহিক ব্যবহারের জন্য উপযোগী এবং কালো জুতা স্কুল ইউনিফর্মের ফরমাল লুকের জন্য আদর্শ। তাদের প্রতিটি জুতায় ব্যবহৃত হয়েছে উন্নতমানের উপকরণ, যা নিশ্চিত করে দীর্ঘস্থায়ী ব্যবহার এবং সর্বোচ্চ সুরক্ষা।
এ ছাড়া এ জুতাগুলো ডিজাইনে এতটাই আধুনিক যে, তা শিশুরা স্কুলের বাইরে অন্যান্য কার্যক্রমেও ব্যবহার করতে পারে। আরামদায়ক সোল, মজবুত সেলাই এবং উন্নত অ্যান্টিব্যাকটেরিয়াল প্রযুক্তি বাচ্চাদের প্রতিদিনের ব্যবহারের জন্য এটিকে আরও বেশি উপযুক্ত করে তুলেছে। বর্তমানে ‘বাটা বি-ফার্স্ট অ্যান্টিব্যাকটেরিয়াল স্কুল শু’ বিভিন্ন সাইজ ও দামে বাটার যে কোনো স্টোরে পাওয়া যাচ্ছে। আরও আকর্ষণীয় বিষয় হলো, এখন এই রেঞ্জের যে কোনো জুতা কিনে বিকাশ থেকে পেমেন্ট করলে থাকছে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক! দেরি না করে আজই চলে যান কাছাকাছি বাটা স্টোরে অথবা অনলাইনে বাটার ওয়েবসাইটে। আপনার সন্তানের স্কুল শুরুর প্রস্তুতি সম্পন্ন করতে এবং তাদের প্রতিদিনের দৌড়ঝাঁপে সুরক্ষিত রাখতে ‘বাটা বি-ফার্স্ট অ্যান্টিব্যাকটেরিয়াল স্কুল শু’ই হোক আপনার প্রথম পছন্দ। v
- বিষয় :
- জুতা