ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

জামা-কাপড়ের যত্ন

জামা-কাপড়ের যত্ন

ফাইল ছবি

শৈলী ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫ | ০০:২১

বর্ষাকালে আবহাওয়া থাকে স্যাঁতসেঁতে, আকাশ থাকে মেঘে ঢাকা আর সূর্যের দেখা মেলে খুব কমই। ফলে জামা-কাপড় ঠিকভাবে শুকাতে না পেরে অনেক সময় থেকে যায় হালকা ভেজা। সেখান থেকেই তৈরি হয় অস্বস্তিকর ভ্যাপসা গন্ধ। এই গন্ধ যেমন অস্বাস্থ্যকর, তেমনি বিরক্তিকরও। তবে কিছু ঘরোয়া পদ্ধতি আর একটু বাড়তি যত্নে সহজে মুক্তি পাওয়া যায় এ সমস্যার হাত থেকে।
কাপড় ভালোভাবে ধোয়া
বর্ষায় কাপড় ধোয়ার সময় একটু বেশি সতর্ক থাকতে হবে। গা থেকে বের হওয়া ঘাম বা বৃষ্টির পানি কাপড়ে জীবাণু ও দুর্গন্ধ সৃষ্টি করে। তাই ধোয়ার সময় গরম পানিতে ভিজিয়ে রাখুন অন্তত ৩০ মিনিট। প্রয়োজনে অ্যান্টিসেপটিক বা ডেটল, স্যাভলন মিশিয়ে নিতে পারেন।
কাপড় শুকানোয় যত্ন
বর্ষায় সরাসরি রোদ না পেলেও হাওয়ার সংস্পর্শে কাপড় শুকানোর চেষ্টা করুন। জানালার পাশে, বারান্দায় বা ফ্যানের নিচে কাপড় মেলে দিন– যাতে বাতাস চলাচল করতে পারে। প্রয়োজনে শুকনো তোয়ালে দিয়ে একটু চাপ দিয়ে অতিরিক্ত পানি শুষে নিন।
ইস্ত্রি করে নেওয়া
বর্ষাকালে ইস্ত্রি করাটা শুধু কাপড় চিপচিপে ভাব দূর করে না, বরং হালকা ভ্যাপসা গন্ধ দূর করতেও সাহায্য করে। বিশেষ করে হালকা কাপড়, শাড়ি বা জামা ইস্ত্রি করলে তা দীর্ঘসময় থাকে সজীব ও গন্ধহীন।
কাপড় রাখার পদ্ধতি
শুকনো কাপড় সরাসরি আলমারিতে রাখার আগে ভালো করে দেখে নিন সত্যিই শুকিয়েছে কিনা। হালকা ভেজা থাকলে সেটি থেকে আবার গন্ধ হতে পারে। কাপড় রাখার জায়গায় অল্প পরিমাণ কর্পূর, ল্যাভেন্ডার স্যাচে বা শুকনো তুলোয় পারফিউম স্প্রে করে রেখে দিতে পারেন। এতে কাপড় থাকবে সুগন্ধি ও সতেজ।
ব্যবহারিক কিছু টিপস
কাপড় ধোয়ার পর ভেজা অবস্থায় একসঙ্গে গাদা করে রাখবেন না। প্রতি ২-৩ দিনে আলমারির দরজা খুলে কিছুক্ষণ বাতাস চলাচল করতে দিন। v

আরও পড়ুন

×