ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সুবিধা

পাওয়া যায় ব্যাংক ঋণ কার্ডে কিনলে ছাড়

পাওয়া যায় ব্যাংক ঋণ  কার্ডে কিনলে ছাড়

ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ২৩:৫১

টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ গৃহস্থালিতে ব্যবহৃত বিভিন্ন পণ্যসামগ্রী কিনতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সুবিধা রয়েছে। এ জন্য কনজ্যুমার ক্রেডিট বা ভোক্তা ঋণ নামে ব্যাংকিং পণ্য রয়েছে। অন্যদিকে বিভিন্ন উৎসব সামনে রেখে বা বছরের যে কোনো সময়ে ডেবিট, ক্রেডিট বা প্রি-পেইড কার্ডে এসব পণ্য কেনাকাটা করলে ছাড় পাওয়া যায়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস প্রতিষ্ঠানগুলোও তাদের মাধ্যম ব্যবহার করে পণ্য কিনলে ছাড় দিয়ে থাকে। 
ঋণ কীভাবে পাবেন
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ ধরনের ঋণ নেওয়ার পদ্ধতি সম্পর্কে বিবরণ থাকে। এছাড়া প্রতিষ্ঠানের কল সেন্টারে ফোন করে এ বিষয়ে জানা যায়। কারও কোনো ব্যাংকে সঞ্চয়ী হিসাব বা অন্য কোনো ঋণ হিসাব থাকলে সেই শাখায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলা যেতে পারে। অনেক সময় বিক্রেতা প্রতিষ্ঠানও ঋণের ব্যবস্থা করে দেয়। সাধারণত পণ্যের দামের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যায়। বাকি অর্থ গ্রাহক নগদ বা ডিজিটাল পরিশোধ মাধ্যমে দিতে পারেন। প্রতিটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঋণ পাওয়ার জন্য কিছু কাগজপত্র জমা দিতে হয়। আয়ের সপক্ষে কাগজপত্র, ছবি ইত্যাদি জমা দিতে হয়। ব্যাংকের প্রতিনিধিরা দেখে থাকেন, ঋণ পরিশোধ করার মতো আয় আছে কিনা। সাধারণত এ ধরনের ঋণে কোনো জামানত লাগে না। 
কার্ডে কেনাকাটায় বাড়তি সুযোগ
মানুষ এখন নগদ টাকার পাশাপাশি ইলেকট্রনিক কার্ড দিয়ে হোম অ্যাপ্লায়েন্স কেনাকাটা করেন। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তিন ধরনের কার্ড রয়েছে। ব্যাংকে সঞ্চয়ী বা চলতি হিসাবের বিপরীতে ডেবিট কার্ড ইস্যু করা হয়। আগে থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করে ব্যাংকের কাছ থেকে প্রি-পেইড কার্ড নেওয়া যায়। অন্যদিকে ক্রেডিট কার্ড হচ্ছে ব্যাংকের কাছ থেকে ঋণের একটি সীমাসংবলিত কার্ড। সীমার মধ্যে আপনি যে কোনো কিছু কেনাকাটা করতে পারেন। সব ধরনের কার্ডেই কেনাকাটায় নানা ছাড় ও অফার থাকে। ছাড়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চুক্তি হয়। বিপণিবিতানের এসব অফারের তথ্য প্রদর্শন করা হয়। সম্প্রতি ব্র্যাক ব্যাংক জানিয়েছে, তাদের ক্রেডিট কার্ড দিয়ে নির্দিষ্ট কিছু কোম্পানির হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনলে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত শূন্য ইএমআই সুবিধা রয়েছে। এর মানে কোনো সুদ এবং সার্ভিস চার্জ আরোপ করা হবে না। 
ঈদুল আজহার আনন্দকে আরও সহজ ও উপভোগ্য করে তুলতে বিভিন্ন ব্যাংক দিচ্ছে বিশেষ অফার। বিভিন্ন কেনাকাটা ও সেবায় তাদের ঘোষিত অফারের মধ্যে হোম অ্যাপ্লায়েন্সও রয়েছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণের অংশ হিসেবে অনলাইন শপিংয়ের ক্ষেত্রে রয়েছে বিভিন্ন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ অফারগুলোয় গ্রাহকরা বিভিন্ন ছাড় উপভোগের সুযোগ পাবেন। 

আরও পড়ুন

×