ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ছবিতে রাগবির টিকটক স্টার মাহের

ছবিতে রাগবির টিকটক স্টার মাহের

ছবি- ইনস্টাগ্রাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪ | ১৩:২৪

সিমোন বাইলস থেকে কেটি লেডেকি– স্বর্ণজয়ী তারকায় ঠাসা আমেরিকান অলিম্পিক স্কোয়াড। তাদের ভিড়েই একজন ইলোনা মেহেরও রয়েছেন, যে কিনা স্বর্ণ না পেলেও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুপারস্টার। আমেরিকান রাগবি সেভেনস দলের অন্যতম সদস্য এই মেহেরের টিকটক ফলোয়ার ১.৭ মিলিয়ন।

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মেহের একটি ভিডিও প্রকাশ করেছেন টিকটকে, যার ভিউ ৫ মিলিয়ন। এই টিকটক তারকার খেলা দেখতে প্যারিসে এসেছেন হলিউড তারকা টম ক্রুজসহ র‍্যাপার তারকা ফ্লেভার ফ্লেভ। মেয়েদের রাগবিতে ইলোনা মেহেরই এই মুহূর্তে সবচেয়ে বড় তারকা সেটা স্বীকার করতে এতটুকু দ্বিধা করেননি বিশ্ব রাগবি সংস্থার প্রধান অ্যালেন গ্লিপিন। ‘ইলোনা যে নারী রাগবির সুপারস্টার, এ নিয়ে কোনো বিতর্ক নেই।’

টিকটক মাতানো মাহেররা অবশ্য অলিম্পিকে খুব ভালো করতে পারেননি। অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা ব্রোঞ্জ জিতেছেন। পদক পাওয়ার পর মাহেরের সেলিব্রেশন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে প্যারিস অলিম্পিক আয়োজক সংস্থা এবং সেটাও ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে ৩ লাখের বেশি মানুষ তা দেখেছেন।

‘আমি মজা করতে ভালোবাসি। এই অলিম্পিকেই কত দেশের কত বৈচিত্র্য রয়েছে, কত অ্যাথলেট এসেছেন, তাদের নিজস্ব গল্প নিয়ে। আমি তাদের নিয়ে ভিডিও নির্মাণ করি। এটা যেমন আমার শখ, তেমনি একটা দায়িত্বও।’ 

তবে যেখানে আলোচনা আছে, সেখানে সমালোচনাও থাকে। অনেকেই মনে করেন, শুধু টিকটক করতেই পারেন ইলোনা মেহের। রাগবি খেলাটা সেভাবে পারেন না। ‘এটা প্রমাণ করার জন্য গুরুত্বপূর্ণ, লোকে যাতে এমনটা না ভাবে, আমি শুধু মজা করতেই এখানে এসেছি। অলিম্পিকে এসেছি দলের হয়ে ভালো খেলার জন্যই। আমরা হয়তো স্বর্ণ জিততে পারিনি, তবে পদক জিতেছি।’

আরও পড়ুন

×